দামেস্কের পূর্বাঞ্চলে বাশার বাহিনীর প্রচন্ড বিমান হামলা

0
0

দামেস্কের পূর্বাঞ্চলে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে সোমবার প্রচন্ড বিমান হামলা শুরু করেছে সরকারি বাহিনী।একটি মানবাধিকার সংস্থা একথা জানিয়েছে।বিদ্রোহীদের হামলার পর ভোর থেকে পাল্টা হামলা শুরু করল বাশার বাহিনী।

ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর প্রধান রামি আব্দেল রহমান বলেন, ভোর থেকে বিদ্রোহীদের অধিকৃত জোবারে প্রচন্ড বিমান হামলা শুরু হয়েছে।তিনি আরো বলেন, গতকাল যে বিরোধী পক্ষগুলো হামলা চালিয়েছিল সরকার ও তার মিত্র বাহিনী তাদের ওপর হামলা শুরু করেছে।রাববার ভোরে পূর্বাঞ্চলীয় জোবার এলাকার সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে ফাতেহ আল-শাম ফ্রন্টের নেতৃত্বে বিদ্রোহী ও জিহাদিরা হামলা শুরু করে। এরপর তারা পাশের আব্বাসিদ স্কোয়ার এলাকায় ঢুকে পড়ে।দুই বছরের মধ্যে প্রথমবারের মতো বিদ্রোহীরা আব্বাসিদ স্কোয়ারে প্রবেশ করে। কিন্তু সন্ধ্যার পর সরকারি বাহিনীর প্রচন্ড হামলার মুখে তারা পিছু হটতে বাধ্য হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here