আত্মঘাতী হামলা: র‍্যাবের হাতে গ্রেপ্তার হওয়ার পর নিহত হানিফকে আগেই তুলে নেওয়া হয়েছিল

0
0

র‌্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলার পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তারের পর নিহত মো. হানিফ মৃধাকে গত ২৭ ফেব্র“য়ারি ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয় বলে দাবি করছে পরিবার। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছিল। এখনো খোঁজ নেই তাঁর সঙ্গে থাকা বন্ধু মো. সোহেল হোসেন মন্টুর।

এ ব্যাপারে র‌্যাব-১-এর লে. কর্নেল সারওয়ার বিন কাশেম শুক্রবার বলেছিলেন, র‌্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলার দিন মুন মুন কাবাবের পাশে কয়েকজন দাঁড়িয়ে ছিল। র‌্যাবের গাড়ি দেখে পালানোর সময় সন্দেহভাজন হিসেবে একজনকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব অফিসে নেওয়ার পরই বুকে ব্যথা শুরু হলে তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।হানিফের গাড়ির ব্যবসা ছিল। তাঁর তুরাগ পরিবহনের তিনটি বাস ও একটি প্রাইভেট কার রয়েছে। তাঁর বাড়ি বরগুনার আমতলীর আমড়াগাছিয়ায়। আর সোহেলের গুলশান-২ নম্বরে পুরোনো ফার্নিচারের ব্যবসা রয়েছে।

রায়েরবাজারে হানিফের বাসায় তাঁর স্ত্রী মো. কুলসুম বেগম বলেন, গত ২৪ ফেব্র“য়ারি বরিশালে চরমোনাই পীরের মাহফিলে গিয়েছিলেন হানিফ ও সোহেল। সেখান থেকে ২৭ ফেব্র“য়ারি তাঁরা লঞ্চে ফিরে আসেন। নামেন কাঁচপুর সেতুর কাছে। তাঁদের আনতে প্রাইভেট কার নিয়ে যায় চালক জুয়েল। সেখানে গিয়ে জুয়েল দেখতে পান সাত-আটজন নিজেদের ডিবি পরিচয় দিয়ে হানিফ ও সোহেলকে হাইয়াস গাড়িতে তুলে নিয়ে যায়। আর কয়েকজন এসে প্রাইভেট কারে উঠে জুয়েলকে অস্ত্র ঠেকিয়ে চালাতে বলে। এরপর তারা জুয়েলকে মারধর করে পূর্বাচলে ফেলে গাড়ি নিয়ে চলে যায়।এ ঘটনায় হানিফের ভাই মো. হালিম মৃধা সিদ্ধিরগঞ্জ থানায় ৪ মার্চ জিডি করেন। হালিম বলেন, গত বুধবার (১৫ মার্চ) সকাল নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে র‌্যাব-১-এর একটি গাড়ি ও সাদা রঙের একটি হাইয়াস গাড়ি তাদের বাসায় আসে। রায়েরবাজার শাহ আলী গলির মুখে র‌্যাবের গাড়িটি দাঁড়ায়। আর সাদা গাড়িটি বাড়ির সামনে দাঁড়ায়। সাদা গাড়ি থেকে চার-পাঁচজন হানিফকে সঙ্গে নিয়ে বাসায় ঢোকে। এরপর বাসার লোকজনের সামনে কুলসুমকে বলে, আপনার স্বামী একটি অন্যায় কাজে সহযোগিতা করেছে। এরপর হানিফের ব্র্যাক ও ডাচ্-বাংলা ব্যাংকের চেক বই এনে ৬ লাখ ৭০ হাজার টাকার চেকে সই করিয়ে নেয়।

হানিফের বেয়াই রেজাউল ইসলাম বলেন, বাসায় আসা লোকজনের মধ্য একজনের গায়ে র‌্যাবের পোশাক ও হাতে অস্ত্র ছিল। তাঁর বুকের মধ্যে নেমপ্লেটে ইকবাল লেখা ছিল। এ ছাড়া আর কারও নাম-পরিচয় জানানো বা বলা হয়নি। হানিফকে সঙ্গে নিয়ে আবার চলে যায়। যাওয়ার সময় বাসায় রাখা পালসার ব্র্যান্ডের একটি মোটরসাইকেলও নিয়ে যায়। শুক্রবার তারা টেলিভিশনে জানতে পারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে হানিফ নামের একজনের মৃত্যু হয়েছে। তখন তাঁরা সেখানে যান। পরিচয় দেখে নিশ্চিত হন এই ব্যক্তি তাঁদেরই হানিফ।বিমানবন্দর থানায় গেলে পরিদর্শক (তদন্ত) এজাজ শফী মোবাইল থেকে লাশের ছবি দেখালে তাঁরা হানিফের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। ময়নাতদন্তের পর লাশ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এদিকে সোহেলের বড় মামা মো. বাবু মোবাইলে জানান, সোহেলের বাড়ি বরগুনার তালতলীর ছোট বাইজরাতে। এখানে যাত্রাবাড়ীর ধলপুরে থাকতেন। এখনো তাঁর কোনো খোঁজ নেই।

এদিকে, ঢাকার আশকোনায় র‌্যাবের ব্যারাকে আত্মঘাতী হামলায় নিহত তরুণ সন্দেহে পিরোজপুরের দুই তরুণের পাঁচ স্বজনকে বরিশাল র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।আগের দিন বিকালে ভান্ডারিয়া উপজেলার চিংগুড়িয়া গ্রামের ওই পাঁচজনকে ধরে বরিশাল র‌্যাব কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর এক কর্মকর্তা।শুক্রবার জুমার নামাজের আগে আশকোনায় নির্মাণাধীন র‌্যাব সদর দপ্তরের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী হামলায় প্রায় ২৫ বছর বয়সী এক যুবক নিহত হন।পরদিন সকালে পিরোজপুরের এক মহিলা র‌্যাবের কাছে গিয়ে নিহত যুবককে নিজের ছেলে বলে দাবি করেন। পরে ওই নারীকে ভান্ডারিয়া উপজেলার চিংগুড়িয়া গ্রামের আমিরুন বিবি হিসেবে শনাক্ত করে র‌্যাব।এর সূত্র ধরেই র‌্যাবের একটি দল ওই গ্রামে গিয়ে আমিরুনের স্বামী নূরুল ইসলাম হাওলাদার (৬৫), তাদের দুই ছেলে সহিদুল ইসলাম হাওলাদার (৪০) ও রফিকুল ইসলামকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। পাশাপাশি ওই এলাকার সুমন নামে নিখোঁজ এক যুবকের এক চাচা মুসা খান ও এক চাচী লাকি বেগমকে ধরে নেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক র‌্যাব-৮ একজন উপ-অধিনায়কবলেন, জিজ্ঞাসাবাদে আশকোনায় আত্মঘাতী হামলায় নিহত ওই যুবক তাদের স্বজন নয় বলে নিশ্চিত হয়ে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।নূরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী নিরু বেগম বলেন, তার দিনমজুর স্বামীর প্রথম স্ত্রী আমিরুন বেগমের তিন সন্তান শহিদুল, রফিকুল ও ফারুক হোসেন। বছরখানেক আগে ফারুক চট্টগ্রামে এক সড়ক দুর্ঘটনায় মারা যান।এরপর থেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন আমিরুন এবং যাকে দেখে তাকেই নিজের ছেলে মনে করে জড়িয়ে ধরেন। ১০/১২ দিন আগে আমিরুন বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায় বলে নীরু বেগম জানান।এদিকে চিংগুড়িয়া গ্রামে নূরুল ইসলাম খান এর ছেলে সুমন (১৮) দীর্ঘদিন ধরে নিখোঁজ বলে এলাকাবাসীরা জানান। সুমন জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত কি না সে বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মূছা ও লাকীকে আটক করে র‌্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here