আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এর শত বছর পূর্তি

0
275

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর ছোট বেলার স্মৃতি বিজরিত আব্দুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয় এর শত বছর পূর্তিতে অদ্য ১৮/০৩/২০১৭ইং রোজ শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ে নিচ মাঠে আলোচনা সভা, প্রকাশনা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেজবান অনুষ্ঠিত হয়। এই সময় প্রধান অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যামন মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন জাতির পিতা অবিনশ্বর, অপরাজেয়, চির জাগরুক। তিনি বঙ্গালীর চেতনার বাতিঘর। আর তার দেখানো পথে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা আজ অপ্রতিরোধ্য। বাংলাদেশ যতই এগিয়ে যাবে, বঙ্গবন্ধুর স্বপ্ন আর অর্জন, আমাদের জাতির জন্য হয়ে উঠবে-উত্তরোত্তর ততোই প্রাসঙ্গিক। কারণ বাংলাদেশের যে রুপকল্প তিনি একেছিলেন, সেটাই বাস্তবায়নের পথে আজ বাংলাদেশ। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সৎ মানুষের জন্য রাজনীতিকে কঠিন করেছিলেন (চড়ষরঃরপং উরভভরপঁষঃ ভড়ৎ ঢ়ড়ষরঃরপরধহ)। আর এরশাদ সভ্য সমাজে সৎ ভাবে বেচে থাকা কঠিন করেছেন। আর বেগম খালেদা জিয়া এ দু’য়ের সমন্বয় করে অপরাজনীতির প্রবক্তা হয়েছিলেন। মিথ্যাচর, মূর্খতা আর বেয়াদবী এই তিন গুনের সমন্বয় সাধন করে দেশ পরিচালনা করেছেন। আর রাষ্ট্রনায়ক শেখ হাসিনা দিয়েছেন বিশ্ব শান্তির দর্শন “জনগনের ক্ষমতায়ন”। কারণ বিড়াল কেশর ফেললেই বাগ হতে পারেনা। স্বামীর কোলে ছড়ে নেতা হওয়া আর দুঃসময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করে নেতা হওয়ার মধ্যে বিরাট পার্থক্য। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পিতার কোলে ছড়ে নেতা হননি। একটার পর একটা দুঃসময় পাড়ি দিয়ে, সকল চ্যালেঞ্জ, সাহসের সঙ্গে মোকাবেলা করে নেতা হয়েছেন। তাইতো আজ বাংলাদেশের মানচিত্র পাল্টে গেছে জলে ও স্থলে। এই সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসেডিয়াম সদস্য আলতাফ হোসেন বাচ্চু, সৈয়দ মাহমুদুল হক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষন সম্পাদক মিজানুল ইসলাম মিজু, চট্টগ্রাম জেলা ও মহানগরের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here