আত্মঘাতীর ময়নাতন্ত সম্পন্ন: হামলাকারীকে ছেলে দাবি এক নারীর

0
0

রাজধানীর উত্তরার আশকোনায় হাজি ক্যাম্পের পাশে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আর সম্পন্ন হয়েছে এই বিস্ফোরণকারীর মরদেহের ময়নাতদন্তও।শনিবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ৩ সদস্যের মেডিকেল বোর্ড ময়নাতদন্তের বিষয়টি এবং বিমানবন্দর থানাপুলিশ মামলার বিষয়টি জানায়।ময়নাতদন্ত করেন ঢামেকের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ, প্রভাষক কবির সোহেল ও প্রভাষক প্রদীপ বিশ্বাস। তারা বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ময়নাতদন্তের কাজ করেন।ময়নাতদন্ত শেষে বেরিয়ে যাওয়ার সময় মেডিকেল বোর্ডের প্রধান ডা. সোহেল মাহমুদ বাংলানিউজকে জানান, হামলাকারীর দেহ থেকে বুক ও পেটের অংশ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। বিস্ফোরণে উড়ে গেছে তার দুই হাতের কনুই পর্যন্ত।বিস্ফোরণেই হামলাকারীর মৃত্যু হয়েছে জানিয়ে মেডিকেলবোর্ড প্রধান বলেন, মরদেহের বুক ও পেটে বেল্ট এবং ইলেকট্রিক তার পাওয়া গেছে। সেজন্য বলা যাচ্ছে, তার বুকে বা পেটে বোমাটি বাঁধা ছিল।রিমোর্ট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণটি হয়েছিল কিনা- এমন এক প্রশ্নের জবাবে তিনি, ময়নাতদন্ত বলছে হামলাকারী নিজেই বিস্ফোরণ ঘটান।

ডা. সোহেল মাহমুদ আরও জানান, মরদেহের ডিএনএ পরীক্ষার জন্য দাঁত, চুল এবং ভিসেরা সংগ্রহ করা হয়েছে। হামলাকারী বিস্ফোরণ ঘটানোর আগে শক্তিবর্ধক কোনো মাদক সেবন করেছিল কিনা তা খতিয়ে দেখতে সেজন্যও রক্ত সংগ্রহ করা হয়েছে।ময়নাতদন্তের আগে সংশ্লিষ্ট বিমানবন্দর থানাপুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সেখানে হামলাকারীর বয়স বলা হয় ২৫ বছর।

এদিকে, শুক্রবার দুপুরের এ বিস্ফোরণের ঘটনায় রাতেই বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২১। মামলার বাদী র‌্যাব সদরদফতরের উপ-পরিদর্শক (এসআই) রাশেদুজ্জামান। এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এতে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে।শুক্রবারের ওই বিস্ফোরণে ২ র‌্যাব সদস্যও আহত হন। হামলার উদ্দেশে বোমা বহনকারী ওই ব্যক্তি দেয়াল টপকে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে প্রবেশের চেষ্টা করেন। র‌্যাব সদস্যরা চ্যালেঞ্জ করলে ঘটনাস্থলেই বিস্ফোরণ ঘটান ওই ব্যক্তি। এতে সেখানেই মৃত্যু হয় তার।

এদিকে,রাজধানীর আশকোনায় র‌্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলাকারীকে নিজের ছেলে বলে দাবি করেছেন আমিরন নামের এক নারী। তিনি বলছেন, নিহত ব্যক্তির নাম রফিক।শনিবার আমিরন র‌্যাবের ব্যারাকে যান। সেখানে গিয়ে তিনি র‌্যাবের কাছে দাবি করেন, তাঁদের বাড়ি পিরোজপুরে। ঢাকায় রফিক চায়ের দোকানে কাজ করতেন। তিনি পাঁচ দিন আগে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি। যোগাযোগ করা হলে র‌্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, ‘একজন নারী এসেছেন। তিনি নিহত ব্যক্তিকে নিজের ছেলে বলে দাবি করেছেন। আমরা যাচাই-বাছাই করছি।

মুফতি মাহমুদ খান আরও বলেন, ওই নারী কোথাও নিহত ব্যক্তির ছবি দেখে এখানে এসেছেন। তিনি কোথায় ছবি দেখলেন, আমরা জানি না। কারণ, ওনার ছবি কোনো গণমাধ্যমে প্রকাশযোগ্য নয় বলে মনে হয়।মামলা: এদিকে র‌্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে আত্মঘাতী হামলার ঘটনায় আজ শনিবার সকালে মামলা হয়েছে। র‌্যাব বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজমের ভাষ্য, মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। নিহত ব্যক্তির পরিচয় উল্লেখ করা হয়নি।শুক্রবার বেলা একটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরে র‌্যাব সদর দপ্তরের ফোর্সেস ব্যারাকে হামলার ঘটনা ঘটে। বিকট বিস্ফোরণে আশপাশ কেঁপে ওঠে, হামলাকারীর শরীর ছিন্নভিন্ন হয়ে রক্ত-মাংস সীমানাদেয়ালের বাইরেও ছড়িয়ে পড়ে।হামলার পরে দেশের সব বিমানবন্দর ও কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে র‌্যাবের সব স্থাপনায় বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে।

এদিকে ইরাক-সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী কথিত ইসলামিক স্টেট (আইএস) র‌্যাবের ব্যারাকে এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এই প্রতিষ্ঠান ইন্টারনেটে বিভিন্ন দেশের জঙ্গিগোষ্ঠীর তৎপরতা পর্যবেক্ষণ করে থাকে। গতকাল সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে বলা হয়, আইএসের সংবাদমাধ্যম আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার দায় স্বীকার করেছে।এ ব্যাপারে জানতে চাইলে র‌্যাবের মুখপাত্র এবং আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান গত রাতে প্রথম আলোকে বলেন, এর আগেও বাংলাদেশে বিভিন্ন হামলার ঘটনায় আইএস দায় স্বীকার করেছিল। কিন্তু এর কোনো ভিত্তি নেই। এ দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই।

র‌্যাবের ব্যারাকে হামলার আগের দিন গত বৃহস্পতিবার চট্টগ্রামের সীতাকু-ে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে শিশুসন্তানসহ জঙ্গি দম্পতি নিহত হন। ওই অভিযানে আরও দুই জঙ্গি নিহত হন। এর আগে গত ২৪ ডিসেম্বর রাজধানীর আশকোনায় এক জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের সময় এক নারী আত্মঘাতী হন। ওই জঙ্গি আস্তানা গতকালের ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত। এই দুটি ঘটনায় নিহত ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ‘নব্য জেএমবি’র সদস্য বলে তখন পুলিশ জানিয়েছিল। এর আগে ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার পর জেএমবি গাজীপুরের আইনজীবী সমিতি ও চট্টগ্রামের আদালতে আত্মঘাতী হামলা চালিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here