সিরিয়ায় মসজিদে বিমান হামলায় ৪২ জন নিহত

0
0

সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা গ্রামের একটি মসজিদে বিমান হামলায় ৪২ জন নিহত হয়েছে। এদের বেশীর ভাগই বেসামরিক নাগরিক।মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সস্থা জানায়, আলেপ্পো প্রদেশের আল-জিনেহ মসজিদে এ বিমান হামলা চালানো হয়। তবে কোন দেশের বাহিনী সেখানে এ হামলা চালিয়েছে তা জানা যায়নি।

সেখানে রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী সক্রিয় রয়েছে এবং মার্কিন বিমান বাহিনীও এ অঞ্চলে জিহাদি বিদ্রোহীদের লক্ষ্যকরে অভিযান চালিয়ে থাকে।

এদিকে পৃথকভাবে যুক্তরাষ্ট্র জানায়, পার্শ্ববর্তী ইদলিব প্রদেশে তাদের বিমান হামলায় আল-কায়েদার অনেক জঙ্গি নিহত হয়েছে।মার্কিন কেন্দ্রিয় কমান্ডের বিবৃতিতে ইদলিবে হামলায় কোন বেসামরিক নাগরিকের হতাহতের কথা উল্লেখ করা হয়নি।যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা জানায়, আল-জিনেহ মসজিদে মাগরিবের নামাজের জন্য মুসল্লিরা জড়ো হয়েছিল।গ্রামটি বিদ্রোহীদের দখলে থাকা সিরিয়ার প্রধান অঞ্চলগুলোর অন্যতম।রাজধানী দামেস্কের আদালত চত্ত্বরে আতœঘাতী বোমা হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হওয়ার মাত্র একদিন পর বৃহস্পতিবার এ হামলা চালানো হয়।উল্লেখ্য, সিরিয়া সংঘাতের শুরু থেকে এ পর্যন্ত ৩ লাখ ২০ হাজারের বেশী লোক নিহত ও প্রায় ১ কোটি ১০ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here