চাঙা হতে গিয়ে ধরা পড়ছে জঙ্গিরা: আইজিপি

0
0

জঙ্গিরা নতুন করে চাঙা হওয়ার চেষ্টা করছে। আর এটা করতে গিয়ে তারা পুলিশের কাছে ধরা পড়ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।রাজধানীর মিরপুরে আজ বৃহস্পতিবার সকালে শহীদ পুলিশ স্মৃতি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দেশের বিভিন্ন স্থানে জঙ্গিরা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে উল্লেখ করে আইজিপি বলেন, তবে পুলিশের তৎপরতা ও অভিযানের ফলে তারা (জঙ্গিরা) সফল হতে পারছে না। এ সময় চট্টগ্রামের সীতাকু-ে পুলিশের অভিযান সফল হয়েছে বলে দাবি করেন তিনি। সীতাকুন্ডে দু-দফায় অভিযান চালানোর সময় জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়েছিল বলেও উল্লেখ করেন আইজিপি।চট্টগ্রামের সীতাকু- উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে এক নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের দুই সদস্যসহ তিনজন।

এর আগে বুধবার বিকেল ৪টা থেকে বাড়িটি ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। রাতে বাড়ি থেকে কিছুক্ষণ পরপর গুলিবর্ষণের শব্দ শোনা যায়। তবে গতকাল মধ্যরাত থেকে আজ ভোররাত পর্যন্ত তেমন গুলির শব্দ শোনা যায়নি।

পুলিশ জানায়, ভোর ৬টা থেকে আবার অভিযান শুরু হয়। এরপর থেকেই পুলিশ সদস্যরা বাইরে থেকে গুলিবর্ষণ করেন। এর একপর্যায়ে ভেতর থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় পুরো এলাকা প্রকম্পিত হয়ে যায়। এই বিস্ফোরণে চার জঙ্গি নিহত হয়। সোয়াটের দুই সদস্যসহ তিনজন আহত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here