শেষ হলো কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে বুধবার প্রতীক বরাদ্দ।এরইমধ্যে তিন মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পেয়েছেন নৌকা প্রতীক। ধানের শীষ প্রতীক পেয়েছেন বিএনপি প্রার্থী মনিরুল হক সাক্কু। আর জাসদ প্রার্থী শিরিন আক্তার পেয়েছেন তারা প্রতীক। মেয়র প্রার্থীর পর এখন কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল।
প্রতীক পেয়ে আজ থেকেই আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করবেন কুমিল্লা সিটি নির্বাচনের প্রার্থীরা।মঙ্গলবার ছিলো প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী ৩০ মার্চ এ সিটি করপোরেশনে ভোটগ্রহণ হবে।