হরনাথের ছবিতে বাংলাদেশের সাবা

0
358

পশ্চিমবঙ্গের সুপারস্টার জিতের অভিষেক হয়েছিল হরনাথ চক্রবর্তীর ছবি সাথী’তে। এবার হরনাথের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের সোহানা সাবা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশ ও ভারতে ঘটে যাওয়া কিছু ঘটনা নিয়ে এই ছবি। দুই বাংলার দুটি পরিবারের গল্প তুলে ধরা হবে ছবিতে।

সাবার বিপরীতে অভিনয় করবেন ওগো বিদেশিনী’ সিরিয়ালের অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়। আগামী সপ্তাহ থেকে ভারতের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন শুরু হবে। সাবা বলেন, হরনাথ গুণী পরিচালক। তাঁর ছবিতে সুযোগ পাওয়াটা সৌভাগ্যের। তা ছাড়া ছবিটির সঙ্গে মুক্তিযুদ্ধ জড়িয়ে আছে। সুযোগ পেয়ে আমি ভীষণ খুশি। এর আগে অয়ন চক্রবর্তীর ‘ষড়রিপু’ দিয়ে টালিগঞ্জে অভিষেক হয় সাবার। গত বছর মুক্তি পাওয়া ছবিটিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়। এপার ওপার-এর সংগীত পরিচালনা করবেন দেবজ্যোতি মিশ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here