মানবপাচারকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড হওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘নিরাপদ অভিবাসন এবং মানবপাচার প্রতিরোধ’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। সেমিনারের আয়োজন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) এবং র্যাব।
বেনজীর আহমেদ বলেন, মানবপাচারের সর্বোচ্চ শাস্তি ১২ বছরের জেল। এটি পাচার রোধে যথেষ্ট নয়। মানবপাচার রোধে এর সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ- হওয়া উচিৎ। যাদের মাধ্যমে আমার দেশের ভাই-বোনেরা বিদেশে গিয়ে নির্যাতনের শিকার হন, এমনকি অনেকে মৃত্যুর মুখে পতিত হন, তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত।দেশের আইনের দুর্বল দিক উল্লেখ করে তিনি বলেন, কিছুদিন আগে ফাঁসির দ-প্রাপ্ত জঙ্গি মুফতি হান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তার ফাঁসির রায় হয়েছে কিন্তু তাকে আমরা দেশের একজায়গা থেকে আরেক জায়গায় নাড়াচাড়া করছি। তার ফাঁসি হয়ে গেলে এ সমস্যাটা হতো না। কিন্তু আইনগত কারণে এটা আটকে আছে। বিষয়গুলো নিয়ে আমাদের নতুন করে ভাবার সময় এসেছে।তিনি বলেন, মানবপাচারের মতো এমন অমানবিক বিষয় থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এর মূল কারণ সচেতনতার অভাব।ব্যাপক জনসচেতনতার মাধ্যমে এ মানবপাচার প্রতিরোধ সম্ভব বলে মনে করেন তিনি।
ক্ষুদ্র ব্যবসার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অনেকে ৭ থেকে ৮ লাখ টাকা খরচ করে বিদেশে যান। বেতন ধরা হয়, ২০ থেকে ২৫ হাজার টাকা। কিন্তু তারা সেখানে গিয়ে কষ্টের মধ্যে পড়েন। বিদেশ গমনেচ্ছু যাত্রীদের বলবো, আপনারা সাত লাখ টাকা খরচ না করে দুই লাখ টাকা দিয়ে একটি চায়ের টং দোকান দিলেও মাসে ২৫-৩০ হাজার টাকা আয় হবে। আমাদের দেশের অর্থনীতি বর্তমানে সে পর্যায়ে পৌঁছেছে।বাংলাদেশের রেমিটেন্সের অন্যতম খাত প্রবাসী আয় উল্লেখ করে তিনি বলেন, গার্মেন্টস শিল্পের পর আমরা প্রবাসী আয় থেকে বেশি রেমিটেন্স পাই। রিজার্ভে যে আমাদের ৩২ বিলিয়ন ডলার আছে তার ১৩ বিলয়ন ডলার প্রবাসীদের পাঠানো। তাই, আমরা চাই বাংলাদেশের মানুষ যেন প্রবাসে নিরাপদ থাকে।যতোগুলো মানবপাচারের ঘটনা ঘটেছে তার সবগুলোই ঘটেছে অনিবন্ধিত ভুঁইফোড় এজেন্সির মাধ্যমে। এদের বিষয়ে জনগণকে সচেতন হতে হবে।তিনি আরও বলেন, গত এক বছর ধরে আমাদের গুরুত্বের জায়গা জঙ্গি হলেও মানবপাচার, সুন্দরবনের দস্যুদের আত্মসমর্পণসহ বিভিন্ন ক্ষেত্রে সফলতা রয়েছে।প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে আগামী এক বছরের মধ্যে সুন্দরবনকে জলদস্যু ও বনদস্যু মুক্ত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন র্যাব মহাপরিচালক।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, বায়রার সভাপতি ও সাবেক সংসদ সদস্য বেনজীর আহমদ প্রমুখ।