ভারতে ৫ রাজ্যের নির্বাচনী ফলে এগিয়ে বিজেপি

0
263

ভারতের পাঁচ রাজ্যের রাজ্যসভা ভোটের গণনায় ক্ষমতাসীন দল বিজেপি অন্তত দুটি রাজ্যে নিশ্চিত জয়ের পথে।দেশটির সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে ক্ষমতাসীন সমাজবাদী পার্টির প্রার্থীদের বিরাট ব্যবধানে পরাজিত করে নরেন্দ্র মোদীর দলই ক্ষমতায় বসতে যাচ্ছেন বলে ধারণা পাওয়া যাচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপির প্রার্থীরা রাজ্যটির ৪০৩ আসনের ৩০১টিতে জয়ী হওয়ার পথে। কংগ্রেসকে জোটসঙ্গী করা সমাজবাদী পার্টি এগিয়ে আছে মাত্র ৭৩টি আসনে। মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি এগিয়ে ২০টি আসনে।ভোটের আগে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে তার বাবা মুলায়েমের দ্বন্দ্ব গণমাধ্যমে বিরাট জায়গা নিয়েছিল। সেই দ্বন্দ্ব মিটিয়ে রাহুল গান্ধীসহ রাজ্যজুড়ে বেশুমার প্রচার চালালেও শেষ রক্ষা হয়নি।

বিজেপির মুখপাত্র জিভিএল নরসিমা রাও বলেছেন, মোদী ফ্যাক্টর’ই রাজ্যে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। মোদীর সাহসী সরকার পরিচালনা এবং অমিত শাহর দুর্দান্ত নির্বাচন পরিচালনা আমাদের ভারতের সবচেয়ে বড়, জনবহুল আর রাজনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যের ক্ষমতা নিশ্চিত করেছে। ভোটে জয়ী হলে কে মুখ্যমন্ত্রী হবে তাও ঠিক করেনি বিজেপি। একই কারণে বিহারের রাজ্যসভা নির্বাচনেও দলটি খারাপ ফল করেছিল বলে অনেকে বলেছিলেন।

বিশ্লেষকদের অনেকের ধারণা ছিল, নোট বাতিল কা-ের কারণেও প্রধানমন্ত্রী মোদীর দল এ নির্বাচনে খারাপ ফল করতে পারে।ভূমিধ্বস জয়ের ইঙ্গিত সেইসব ধারণাকে ‘ভুল প্রমাণ করেছে’ বলে মন্তব্য নরসিমার। কেবল উত্তর প্রদেশই নয়, পাশের উত্তরখ- রাজ্যেও বিরাট জয়ের পথে আছে মোদীর দল। সেখানকার ৭০টি আসনের মধ্যে ৫০টি আসনে প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে আছেন বিজেপির প্রার্থীরা।পশ্চিমের দুটি রাজ্য গোয়া ও মনিপুরে কংগ্রেসের সঙ্গে দলটির প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। বিজেপিশাসিত গোয়ায় শেষ খবর পাওয়া পর্যন্ত কংগ্রেস ১১টি আর বিজেপি ৮টি আসনে এগিয়ে আছে। এখানে মোট আসনে সংখ্যা ৪০টি।৪০ আসনের মনিপুরেও কংগ্রেস এগিয়ে ২৩টিতে, বিজেপির প্রার্থীরা জয়ের পথে ১৫ আসনে।একেবারে খালি হাতে ফিরছে না কংগ্রেসও। পাঞ্জাবে তাদের প্রার্থীরা ক্ষমতাসীন আকালি-বিজেপি জোটের প্রার্থীদের চেয়ে অনেকখানি এগিয়ে আছে বলে গণনায় দেখা যাচ্ছে।রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন কংগ্রেসের প্রার্থীরা ১১৭টি আসনের মধ্যে ৬৫টিতে এগিয়ে আছেন। এ রাজ্যে ভালো ফলের ইঙ্গিত দিয়ে আম আদমির প্রার্থীরা এগিয়ে আছে ২৮টি আসনে। মাত্র ১৬টিতে জয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে আকালি-বিজেপি পার্টির প্রার্থীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here