সাভারে গুলি করে দেড় কোটি টাকা ছিনতাই

0
0

সাভারের অবনী ফ্যাশন লিমিটেডের ১ কোটি ৫৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। মোটরসাইকেল দিয়ে ব্যারিকেড তৈরি করে কয়েকজন যুবক প্রতিষ্ঠানের গাড়িতে থাকা এই টাকা ছিনিয়ে নেয়।মঙ্গলবার দুপুর ১২টার দিকে সাভারের হেমায়েতপুরের নাজিমনগর এলাকায় এ ঘটনা ঘটে। অবনী ফ্যাশনের কর্মীদের বেতন দেওয়ার জন্য এই গ্র“পের আরেক প্রতিষ্ঠান অবনী নিটওয়্যারের কার্যালয় থেকে চারটি ব্যাগে করে দুই কোটি টাকা নিয়ে গাড়িটি ২০০ গজ দূরে অবনী ফ্যাশনের কার্যালয়ের দিকে যাচ্ছিল। গাড়িটি বাঁক ঘুরে সড়কের বিপরীত পাশে যাওয়ার সময় বাঁকে দুটি মোটরসাইকেল সামনে এসে দাঁড়িয়ে ব্যারিকেড তৈরি করে। এরপর আরেকটি মোটরসাইকেল এসে দাঁড়ায়। ছিনতাইকারীরা ক্রিকেট ব্যাট দিয়ে গাড়িটির কাচ ভেঙে ফেলে। তারা গাড়িটির ব্যাক ডালায় থাকা দুটি ব্যাগ ও পেছনের সিটে থাকা আরেকটি ব্যাগ নিয়ে চলে যায়। অবশ্য ব্যাক ডালায় আরেকটি ব্যাগ ছিল। ওই ব্যাগে ৪৭ লাখ টাকা ছিল। এই ব্যাগটি ছিনতাইকারীরা নেয়নি।

র‌্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম জানান, মঙ্গলবার দুপুরে সাভারের হেমায়েতপুরের নাজিমনগর এলাকায় ব্যাবিলন গ্রুপের ১ কোটি ৫৩ লাখ টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।ব্যাবিলন গ্র“পের নির্বাহী পরিচালক নাজমুল ইসলাম ক বলেন, তেতুলঝোড়া এলাকার ‘অবনি নীটওয়্যার লিমিটেড’ থেকে প্রাইভেট কারে করে হেমায়েতপুরের পদ্মার মোড়ে একই প্রতিষ্ঠানের ‘অবনি ফ্যাশন লিমিটেড’ কারখানায় শ্রমিকদের বেতনের টাকা নেওয়া হচ্ছিল।পথে তিনটি মোটরসাইকেলে করে ছয় যুবক এসে গাড়ির গতিরোধ করে। গাড়ির পেছনের সিটে টাকাভর্তি একটি ব্যাগ ও ব্যাক ডালার ভেতরে টাকাভর্তি আরও তিনটি ব্যাগ ছিল। ছিনতাইকারীরা প্রথমে গুলি করে। পরে ক্রিকেট ব্যাট দিয়ে পেছনের বাম পাশের কাচ ভেঙে সবাইকে জিম্মি করে চারটি ব্যাগ নিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।কাচের টুকরোয় গাড়িতে থাকা পাঁচজনের সবাই সামান্য আহত হয়েছেন বলে তিনি জানান।তিনি বলেন, গাড়িতে ছিলেন কারখানার মানবসম্পদ কর্মকর্তা নাছির উদ্দিন, প্রশাসন (অর্থ) মো. শহীদ, জুনিয়র কর্মকর্তা (অর্থ) জাহিদ হোসেন ও হিসাবরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান। আর গাড়িটি চালাচ্ছিলেন জামান হোসেন।এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ওসি এসএম কামরুজ্জামান বলেন, আমরা ঘটনা তদন্ত করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here