শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে, মানবতার পরিপূর্ণ বিকাশ এবং দেশ ও জনগণের কল্যাণ সাধন- রাষ্ট্রপতি।

0
0

রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয়সমূহের ভাইস চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ বলেছেন, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে, মানবতার পরিপূর্ণ বিকাশ এবং দেশ ও জনগণের কল্যাণ সাধন। মননশীল, অসাম্প্রদায়িক, দেশপ্রেমিক এবং কর্মকুশল নাগরিক হিসেবে বেড়ে উঠার ক্ষেত্রে মানুষের প্রাথমিক চাহিদাগুলোর মধ্যে শিক্ষা অন্যতম। উচ্চ শিক্ষার উদ্দেশ্য হলো বিশ^মানের জ্ঞান সঞ্চারণ, নতুন জ্ঞানের উদ্ভাবন এবং সুদক্ষ জনশক্তি গড়ে তোলা, যারা দেশ, সমাজ ও সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে আগামীর পথে।

তিনি বলেন, আমাদের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে, কিন্তু কমছে কৃষি জমি। তাই ক্রমবর্ধমান জনসংখ্যা এবং ক্রমহ্্রাসমান জমির সঙ্গে সামঞ্জস্য রেখে কিভাবে দেশকে এগিয়ে নেয়া যায় তা ভাবতে হবে। দেশের কৃষি বিশ^বিদ্যালয়গুলোকে জাতীয় এই গুরুত্বপূর্ণ বিষয়টি বিবেচনায় রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিতে হবে।

রাষ্ট্রপতি বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের সালনাস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। কৃষি আমাদের অর্থনীতির প্রাণ। আমাদের আবহমান ঐতিহ্য মিশে আছে কৃষির সঙ্গে। মূলত বাঙ্গালী জাতির শেকড় নিহিত কৃষির মধ্যে। প্রাচীনকাল থেকে আমাদেও অর্থনীতিতে কৃষি ও কৃষকের ভ’মিকা অসামান্য। দেশের জনগণের দৈনন্দিন খাদ্য চাহিদা ও আমিষের চাহিদা পূরণ, শিল্পোৎপাদন, কর্মসংস্থানসহ রপ্তানি বাণিজ্যে কৃষি খাতের অবদান উল্লেখযোগ্য। তাই কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

রাষ্ট্রপতি আরো বলেন গবেষণলব্ধ নতুন জ্ঞান উন্নয়নের চাবিকাঠি। কৃষি খাতের সম্প্রসারণে আমাদের পরিবেশ ও জলবায়ু উপযোগী পদ্ধতি ও কৌশল উদ্ভাবনে মনোযোগি হতে হবে। এছাড়া কৃষকরা যাতে এসব প্রযুক্তি সহজে ব্যবহার করতে পারে তাও নিশ্চিত হতে হবে। মনে রাখতে হবে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি কৃষিবন্ধব না হলে তা বাস্তবে কোন কাজে আসবে না। ধনী-গরীব, ছোট-বড় নির্বিশেষে সকল দেশেই কৃষির গুরুত্ব অপরিসীম। তিনি কৃষিবিদ, কৃষিবিজ্ঞানী, গবেষক ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়ে বলেন আপনারা কৃষিকে ভুলবেন না, উৎসকে ভুলবেন না। বরং কৃষির উন্নয়নে টেকসই কৌশল ও প্রযুক্তি উদ্ভাবনে নিজেদের নিয়োজিত রাখবেন। কৃষকরা যাতে উৎপাদনে উৎসাহিত হয়, উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় তা নিশ্চিত করতেও সবসময় তাদের পাশে থাকবেন। এ জন্য উৎপাদক ও ভোক্তা পর্যায়ের মধ্যসত্বভোগীদের দৌরাত্ম কমাতে হবে। আলু, টমেটো, আম, আনারস, লিচুসহ বিভিন্ন মৌসুমী ফসল ও ফল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের অভাবে বেশিরভাগ সময়ই উৎপাদকগণ ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন এবং উৎপাদনে উৎসাহ হারান। তাই এসব বিষয়েও কৃষিবিদদের ভাবতে হবে।

রাষ্ট্রপতি ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একবিংশ শতাব্দির এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে তোমরা দেশের একটি সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে কৃষিতে ¯œাতক ও ¯œাতকোত্তর ডিগ্রিলাভ করেছো, যখন বিশ্বব্যাপী জ্ঞানের সকল শাখায় বিস্ময়কর অগ্রগতি সাধিত হচ্ছে। অর্জিত জ্ঞানকে হালনাগাদ করে নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে সময়ের দাবি মোকাবেলা করে এগিয়ে চলাই হবে তোমাদের জন্য বড় চ্যালেঞ্জ। আমি আশাকরি তোমরা তোমাদের অর্জিত জ্ঞান, দক্ষতা এবং উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে একটি নতুন বিপ্লব সাধনে সক্ষম হবে। তিনি বলেন বিশ্বায়ন ও তথ্য প্রযুক্তির এ যুগে মানুষের জ্ঞান, দক্ষতা ও উদ্ভাবন ভৌগলিক সীমানা পেরিয়ে বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিশ্বের এক প্রান্তের উদ্ভাবনের সুবিধা অপর প্রান্ত ভোগ করছে। এদেশের দক্ষ কৃষি গ্রাজুয়েটরা এমনই উদ্ভাবনী শক্তির পরিচয় দিবে যাতে সারা বিশ্বের মানুষ ঘরে বসেই তার সুফল ভোগ করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন প্যাভিলিয়নে বৃহষ্পতিবার বিকেলে আয়োজিত বর্ণাঢ্য এ অনুষ্ঠানে সমাবর্তন ভাষণদেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান এতে স্বাগত ভাষণ দেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ইসমাইল হোসেন মিঞা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল এমপি, কৃষিবিদ বাহাউদ্দিন নাছিম এমপি, গাজীপুরের জেলা প্রশাসক এস.এম আলম ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ক্রেস্ট প্রদান করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান। সমাবর্তন অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের অটাম ২০০৯ থেকে অটাম ২০১৬ পর্যন্ত সময়ে ¯œাতক ও ¯œাতকোত্তর পর্যায়ের ডিগ্রিপ্রাপ্ত ১ হাজার ১১৩ জনকে সনদ প্রদান করা হয়। এর আগে দু’টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয়সমূহের ভাইস চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিন্ডিকেট ও একাডেমিক সদস্য এবং অনুষদের ডীনদের নিয়ে আনুষ্ঠানিক সমাবর্তন শোভাযাত্রা সহকারে অনুষ্ঠান স্থলে আসেন। সমাবর্তন উপলক্ষে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

সমাবর্তনে রাষ্ট্রপতি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠা। তিনি বুঝেছিলেন কৃষির উন্নয়ন ছাড়া এদেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই কৃষি শিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের আকৃষ্ট করার জন্য তিনি ১৯৭৩ সালে কৃষি গ্র্যাজুয়েটদের সরকারি চাকুরিতে প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন। এর সুফল দেশবাসী পেয়েছেন।

তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত উচ্চ ফলনশীল জাতের উন্নয়ন ও কৃষিতে নতুন নতুন প্রযুক্তি প্রয়োগের ফলে ফসলের ফলন কয়েকগুণ বেড়েছে। বেড়েছে মৎস, হাঁস-মুরগী ও গবাদি পশুর উৎপাদন। তবে একক ফসলের নিবিড় চাষ, নানা রকম রাসায়নিক পদার্থের প্রয়োগে মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। জীব বৈচিত্র্য হ্রাস এবং পরিবেশ দূষণের মতো সমস্যার সৃষ্টি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দূর্যোগের প্রকোপ বৃদ্ধি কৃষি উৎপাদন ব্যবস্থাকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন জ্ঞান নির্ভও টেকসই কুষি প্রযুক্তির উদ্ভাবন এবং যথাসময়ে মাঠে তার প্রয়োগ। এক্ষেত্রে জৈবপ্রযুক্তি বা জীন প্রকৌশলের মাধ্যমে বালাই, খরা, বন্যা, জলবায়ু পরিবর্তন জনিত সকল প্রতিঘাত মোকাবেলা করবার কৌশল আবিষ্কার করতে হবে। উচ্চ পুষ্টিমান সম্পন্ন ও কম উৎপাদন খরচ বিশিষ্ট জাত উদ্ভাবন করে ক্রমবর্ধমান জনগনের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন আমি জেনে আনন্দিত হয়েছি যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় নতুন ধ্যান ধারণা ও নর্থ আমেরিকান কারিকুলাম ভিত্তিক শিক্ষা পদ্ধতি অনুসরণের পাশাপাশি শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ সাধণের মাধ্যমে দেশে বিদেশে সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তিনি বলেন আমাদের মনে রাখতে হবে তথ্য প্রযুক্তি বিকাশ ছাড়া বহুমাত্রিক ব্যবহার ও উন্নয়ন সম্ভব নয়।

উল্লেখ্য, বিশ^বিদ্যালয় অটাম ২০০৯ থেকে অটাম ২০১৬ পর্যন্ত ৬১ জনকে পিএইচডি ডিগ্রি, উইন্টার ২০০৯ থেকে অটাম ২০১৬ পর্যন্ত ৫৩৪ জনকে এমএস ডিগ্রি, উইন্টার ২০০৯ থেকে উইন্টার ২০১৫ পর্যন্ত ৪৯৬ জনকে বিএস (কৃষি) ডিগ্রি, উইন্টার ২০১২ থেকে উইন্টার ২০১৫ পর্যন্ত ১০৪ জনকে বিএস (ফিশারিজ) ডিগ্রি এবং উইন্টার ২০১৫ টার্মে ১৮ জনকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদান করা হয়েছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here