প্রথম দিনেই অস্ট্রেলিয়ার গুটিয়ে যাওয়া রুখলেন স্টার্ক

0
0

স্পিন বান্ধব উইকেটে দিনের শুরুতে দুর্দান্ত লড়াই করেছিলো অস্ট্রেলিয়ার টপ-অর্ডার। তবে লড়াইয়ের তেজ ধরে রাখতে পারেনি অসিরা। ভারতীয় বোলারদের তোপে দিশেহারা হয়ে পড়া সফরকারীরা দিন শেষে ৯ উইকেটে ২৫৬ রান করতে সক্ষম হয়েছে। অবশ্য বোলার মিচেল স্টার্কের ৫৮ বলে অপরাজিত ৫৭ রানের সুবাদে প্রথম দিনেই গুটিয়ে যাওয়ার লজ্জাটা এড়াতে পারে স্মিথের দল।

চার টেস্ট সিরিজে পুনেতে প্রথম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার। ভারতে মাটিতে এই নিয়ে টানা সাত টেস্টে টস জিতলো অসিরা। শুরু থেকে ভারতীয় বোলারদের উপর চড়ে বসেছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ম্যাচ রেনশ ও ডেভিড ওয়ার্নার। অবশ্য ভারতকে খেলায় রাখার দারুন এক সুযোগ তৈরি করেছিলেন অফ-স্পিনার জয়ন্ত যাদব।১৪তম ওভারের শেষ বলে বুদ্ধিদীপ্ত বোলিং-এ ওয়ার্নারের উইকেট উপড়ে ফেলেছিলেন জয়ন্ত। ফলে ৩৫ রানেই অসিদের প্রথম উইকেট তুলে নিতো পারতো ভারত। কিন্তু জয়ন্তের নো-বলের সুবাদে জীবন পেয়ে যান ওয়ার্নার।

এরপর আরও সাহস বেড়ে যায় ওয়ার্নার ও রেনশ’র। দলের স্কোর অর্ধশতক পেরিয়ে তিন অংকে পৌঁছে যাওয়ার কাছাকাছি চলে যান এ জুটি। কিন্তু সেটি আর হয়নি। ভারতের পেসার উমেশ যাদবের গুড লেন্থের ডেলিভারীতে বোল্ড হয়ে যান ওয়ার্নার। তার ব্যাট ছুঁেয় বল আঘাত হানে স্টাম্পে। ৩৮ রানে থামেন ওয়ার্নার। ৮২ রানে ভাঙ্গে প্রথম উইকেট। ওয়ার্নারের বিদায়ের পর অসুস্থবোধ করে বক্তিগত ৩৬ রানে মাঠ ছাড়েন রেনশও।এরপর অধিনায়ক স্টিভেন স্মিথের সাথে জুটি বাধেঁন শন মার্শ। ভারতীয় বোলারদের সমীহ করে খেলতে থাকলে কিছুটা চিন্তিত হয়ে পড়েন টিম ইন্ডিয়া অধিনায়ক কোহলি। জুটি ভাঙ্গতে বারবার বোলারদের পরিবর্তন করতে থাকেন তিনি। তাতে কাজের কাজ কিছুই হচ্ছিলো না। তবে দীর্ঘক্ষণ পর ১৬ রানে থাকা মার্শকে তুলে নিয়ে কোহলির মুখে হাসি ফোটান জয়ন্ত।

দলীয় ১১৯ রানে মার্শের বিদায়ে পিটার হ্যান্ডসকম্বকে নিয়ে আবারো হাল ধরেন স্মিথ। ভালোই এগোচ্ছিলেন তারা। নিজের ১৮তম ওভারে এই জুটিতে ভাঙ্গন ধরান ভারতের বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। তাতে থেমে যায় হ্যান্ডসকম্বের ২২ রানের ইনিংসটি।এরপরই অস্ট্রেলিয়ার ইনিংসে মিনি ধস নামে। ৫৬ রানের ব্যবধানে পরের ৬ উইকেট হারিয়ে ৯ উইকেটে ২০৫ রানে পরিণত হয় অসিরা। সুস্থ হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে ৬৮ রানে রেনশ, স্মিথ ২৭, মিচেল মার্শ ৪, উইকেটরক্ষক ম্যাথু ওয়েডে ৮, স্টিভ ও’কেফি ও নাথান লিঁও শুন্য হাতে ফিরেন। তাই অসিদের বাকী ১ উইকেট দ্রুত তুলে নিয়ে আজই ব্যাটিং করার স্বপ্ন দেখছিলো ভারত।কিন্তু সেটি হতে দেননি স্টার্ক। ওয়ানডে স্টাইলে ব্যাট করে টেস্ট ক্যারিয়ারের নবম হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। দিন শেষে ৫টি চার ও ৩টি ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন স্টার্ক। তার সঙ্গী জশ হ্যাজেলউড ১ রানে অপরাজিত।স্টার্কের ব্যাটিং দৃঢ়তায় আজ আর ব্যাট করার সুযোগ পায়নি ভারত। টিম ইন্ডিয়ার উমেশ ৪টি, অশ্বিন ও জাদেজা ২টি করে উইকেট নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here