২০২১ সালের মধ্যেই মধ্যম আয়ের দেশে উন্নতি হবে বাংলাদেশ, খন্দকার মোশাররফ

0
0

২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নতি হবে এ বিষয়ে কোন সন্দেহ নাই। তাই ধারাবাহিক ভাবে দেশের উন্নয়নে আ’লীগকেই ক্ষমতা রাখতে হবে, এর কোন বিকল্প নাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন (এমপি)।
শনিবার দুপুরে লালমনিরহাটের বিলুপ্ত ছিটমহল ভিতরকুটি এলাকার প্রস্তাবিত সালেহা সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, প্রধান নিবার্চন কমিশনার সকল রাজনৈতিক দলের মতামত নিয়ে সার্চ কমিটি নিয়োগ দিয়েছে। কিন্তু বিএনপি তা মানছে না। আ’লীগ সরকার যাহা কিছুই ভালো কাজ করেন, তাতেই তারা (বিএনপি) সবকিছুতেই বলেন শুধু মানি না আর মানবো না বলে। তাই আপনারও বিএনপির কোন কথায় কান না দিয়ে দেশের উন্নয়নে আ’লীগ সরকারেওই সাথে থাকুল।

এছাড়াও তিনি বলেন, ২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে দেশের অর্থনৈ উন্নয়ন করছেন। আর ২০২১ সালের পর আমরা যখন মধ্যম আয়ের দেশে পরিণত হবো, তখন আমরাই অন্য দেশকে সাহায্য করবো।

মন্ত্রী আরও বলেন, বিএনপির আন্দোলন করার মতো কোন ক্ষমতাই নেই। তাই তারা শুধু বলে, আমরা মানি না-মানবো না। আগামী নিবার্চনের সময় বিএনপি কোন মায়াকান্না করলে, তাদের কথা শুনবেন না। ২০২১ সাল পর্যন্ত শেখ হাসিনার সাথেই থাকুন। তারপর অন্য কিছু ভাবুন।

লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের সভাপতিত্বে সভায় এলজিইডি প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী ,লালমনিরহাট জেলা প্রশাসক আবু ফয়েজ মোঃ আলাউদ্দিন খান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, সাবেক চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শাজাহান মাস্টার, ছাত্রনেতা হারুন-অর-রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে তিনি ধরলা নদীর উপর নির্মানাধীন ২য় ধরলা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন।

মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here