সর্বোচ্চ করদাতা হিসাবে সম্মাননা পেয়েছেন অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। ২০১৫-২০১৬ অর্থবছরে অভিনয়শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি কর দেওয়ায় জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননাপত্র দেওয়া হয়। সুবর্ণা জানিয়েছেন, সম্প্রতি তার হাতে ট্যাক্স কার্ড ও সম্মাননাপত্র তুলে দেওয়া হয়।
আজ বুধবার বিকালে ফেসবুকের মাধ্যমে খবরটি সবাইকে জানিয়েছেন সুবর্ণা মুস্তাফা। নিজের অনুভুতি জানাতে গিয়ে তিনি লিখেছেন, ‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমাকে প্রথমবারের মতো সর্বোচ্চ করদাতা হিসেবে সম্মাননাপত্র ও ট্যাক্স কার্ড দিয়েছে। এটা আমার জন্য অভুতপূর্ব অভিজ্ঞতা।’