মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে বৃহস্পতিবার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এবারই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধান এই সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার জার্মানির মিউনিখে নিরাপত্তাবিষয়ক ৫৩তম শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।এ বিষয়ে জানাতে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।তিনি বলেন, ১৭ থেকে ১৯ ফেব্র“য়ারি চলা এই সম্মেলনের মাঝে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে। ১৮ ফেব্র“য়ারি এই বৈঠক হবে।পররাষ্ট্রমন্ত্রী জানান, দুই নেতার বৈঠকে যেসব বিষয়ে মতবিনিময় হবে সেগুলো হচ্ছে- উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পারস্পরিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি প্রশমন, ইউরোপে চলমান শরণার্থী ও অভিবাসন সংকট, বৈশ্বিক সন্ত্রাসবাদ ও সহিংস জঙ্গিবাদসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়।
বৈঠকের পর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিরোধে নিয়মিত কূটনৈতিক আলোচনার লক্ষ্যে একটি যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরিত হতে পারে বলে জানান মাহমুদ আলী।সম্মেলনের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পোল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, তুরস্কসহ ২০টি দেশের রাষ্ট্র বা সরকার প্রধান নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ করবেন বলে আশা করা যাচ্ছে।এছাড়া ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, গ্রিন পিস, ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞ প্রতিনিধিদেরও সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।১৯৬৩ সালে মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের যাত্রা শরু হয়। স্নায়ুযুদ্ধের পটভূমিতে তৈরি হলেও পাঁচ দশকের বেশি সময় ধরে এই সম্মেলন বিশ্ব নিরাপত্তা ও বিভিন্ন পরিবর্তনের প্রেক্ষিত নিয়ে আলোচনা করে থাকে। সময়ের সঙ্গে এটি বর্তমান বিশ্ব নিরাপত্তা আলোচনায় সেরা ‘থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত হচ্ছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেলকে রোহিঙ্গাদের বিষয়ে বলবেন। রোহিঙ্গা নিয়ে গোটা বিশ্ব বাংলাদেশের অবস্থানকে সমর্থন করেছে। রোহিঙ্গাদের মায়ানমারে ফিরে যেতেই হবে।মাহমুদ আলী জানান, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ১৮ ফেব্র“য়ারি ‘ক্লাইমেট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি’ শীর্ষক একটি অধিবেশনে আলোচনায় অংশ নেবেন শেখ হাসিনা। এই অধিবেশনে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট ও নরওয়ের প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। রোহিঙ্গা সমস্যা মায়ানমারের, তাই তাদেরকেই এ সমস্যার সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ঠেঙ্গার চরে রোহিঙ্গাদের স্থান্তরিত করার বিষয়ে তিনি বলেন, সেখানে তাদের নিয়ে যাওয়ার আগে বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যের সুবিধাসহ অবকাঠামো তৈরির অতি সত্বর শুরু হবে। তাদের সেখানে নিয়ে যেতে নৌপরহন জেটি স্থাপন করা হবে, খাদ্যের সংস্থান করা হবে। এজন্য উন্নয়ন সহযোগী দেশগুলো সহায়তা করতে চায়। সেই লক্ষে এদেশগুলোর রাষ্ট্রদূতদের আমি নিজে ঠেঙ্গার চর পরিদর্শনে নিয়ে যাবো।
তিনি বলেন, বিদেশি মিডিয়া ঠেঙ্গার চর নিয়ে নেতিবাচক প্রতিবেদনের প্রকাশিত ছবিগুলো স্ববিরোধী। যেখানে প্রথমে দেখানো হয়েছে শুধু ডুবন্ত দ্বীপ, তার পর দেখানো মহিষ দৌড়ে বেরাচ্ছে, আবার আরও একটি ছবিতে দেখা গেলো ঘন বনাঞ্চল।এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি মাসে ভারতের পররাষ্ট্র সচিব এস জয়শঙ্কর ঢাকা আসছেন না। তবে আগামী একুশ ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশে আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরগি ব্রেন্ডা।মাহমুদ আলী গত সেপ্টেম্বরে নরওয়ে সফর করেন বলে জানান তিনি। ওই সফরে নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরগি ব্রেন্ডাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে তিনি চলতি ফেব্র“য়ারিতে আসার আগ্রহ প্রকাশ করেন। এরপর বোরগি ব্রেন্ডাকে একুশ ফেব্র“য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকা সফরের আমন্ত্রণ জানালে তিনি এতে সম্মতি দেন।দ্বি-পাক্ষিক বিভিন্ন ইস্যুতে তার সঙ্গে আলাপ হবে। সামুদ্রিক সম্পদ আহরণে নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশ কাজে লাগাতে চায় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মিউনিখ নিরাপত্তাবিষয়ক শীর্ষ সম্মেলনে শতাধিক দেশের প্রতিনিধি যোগ দেবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক, ন্যাটোর মহাসচিব জেন্স স্টোলেনবার্গ, ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো প্রোসেঙ্কো, আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মাদ আশরাফ ঘানি, নরওয়ের প্রধানমন্ত্রী ইরিনা সোলবার্গ, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টরন ওরবান, ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদিসহ অন্যরা অংশ নেবেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার রাতে জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। তিনি সেখান থেকে রোববার রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে।