বাংলাদেশ বিমান বাহিনীর ৫২ ফ্লাইং ইনস্ট্রাকটর্স কোর্সের সনদ বিতরণ

0
253

বাংলাদেশ বিমান বাহিনীর ৫২ ফ্লাইং ইনস্ট্রাকটর্স কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। বুধবার বগুড়ার ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুলে অনুষ্ঠানের মাধ্যমে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসয়ার, বিবিপি, কোর্সে অংশগ্রহণকারীদের সনদপত্র তুলে দেন।

এয়ার চীফ মার্শাল আবু এসয়ার বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ প্রশিক্ষক বৈমানিকের মত একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হল, যা মাতৃভুমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে।এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর দশ জন কর্মকর্তা এবং সেনাবাহিনীর একজন কর্মকর্তা অংশগ্রহণ করেন। স্কোয়াড্রন লিডার মোঃ এহতেশামুল হক সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হয়ে ‘মফিজ’ ট্রফি লাভ করেন।

অনুষ্ঠানের শুরুতেই ফ্লাইং ইনস্ট্রাক্টর্স স্কুলের অধিনায়ক উইং কমান্ডার মোঃ মেজবাহ উদ্দিন, পিএসসি এ প্রতিষ্ঠানের পরিচালিত কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন। অনুষ্ঠানে বাংলাদেশ সেনা বাহিনী ও নৌবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here