সিরিয়ায় লাদেনের সহযোগীসহ ১১ যোদ্ধা নিহত

0
202

সিরিয়ার ইদলিবে চলতি মাসে মার্কিন বিমান হামলায় আলকায়েদার ১১ সদস্য নিহত হয়েছেন।নিহতদের মধ্যে আলকায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের এক সহযোগীও রয়েছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। খবর বিবিসির। পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস বলেন, ৩ ফেব্র“য়ারির একক বিমান হামলায় আলকায়েদার ১০ সদস্য নিহত হয়েছেন।

এর পরদিন চালানো আরেক হামলায় ওসামা বিন লাদেনের সহযোগী আবু হানি আল মাসরি নিহত হন বলে জানান তিনি।আল মাসরি ১৯৮০ ও ৯০’র দশকে আফগানিস্তানে আলে কায়েদার প্রশিক্ষণ শিবির স্থাপন এবং পরিচালনা করেছিলেন।২০১১ সালে মার্কিন বাহিনীর হাতে লাদেন নিহত হওয়ার পর আলকায়েদার প্রধানের দায়িত্ব নেয়া আইমান আল জাওয়াহিরিরও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন নিহত আল মাসরি।ক্যাপ্টেন ডেভিসের দাবি, ইদলিবে চালানো হামলার ফলে যুক্তরাষ্ট্রে এবং বিশ্বজুড়ে আলকায়েদার হামলার চালানোর সামর্থ ধ্বংস হয়েছে।সিরিয়ার আসাদ সরকার বিরোধী বিদ্রোহী গোষ্ঠী জাবহাত ফাতেহ আল-শামের ওপর আলকায়েদার ব্যাপক প্রভাব রয়েছে।

২০১৬ সালের মাঝামাঝি সময়ে বিদেশী কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক থাকার খবর অস্বীকার করেছে জাবহাত। তবে ধারণা করা হয় তাদের নেতৃত্বের কাঠামোতে থাকা ব্যক্তিরা এখনো আলকায়েদার সঙ্গে সম্পর্ক রাখেন।গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেয়ার পর গত সপ্তাহে ইয়েমেনে প্রথমবারের মতো আলকায়েদা বিরোধী অভিযান চালায়। মার্কিন নেভি সিল বাহিনীর এ হামলায় শিশুসহ ১৬ জন নিহত হয়। এরপর সিরিয়ায় আলকায়েদার বিরুদ্ধে দ্বিতীয় হামলা চালানো হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here