সাগর-রুনি হত্যার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানা নেই স্বরাষ্ট্রমন্ত্রীর

0
0

সাগর-রুনি হত্যাস্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত চলছে। র‌্যাব এর তদন্ত করছে। তবে এই মুহূর্তে তদন্তের অগ্রগতি সম্পর্কে আমার জানা নেই।বৃহস্পতিবার সকালে উত্তরায় এপিবিএন সদর দপ্তরে কল্যাণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তাঁর স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জড়িত থাকার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রসঙ্গ টেনে করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মিতু হত্যার তদন্ত চলছে। হয়তো শিগগিরই এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। সেখানে জানা যাবে কে দোষী। দেশে বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার বেড়ে গেছে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্র“য়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাড়িতে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির ক্ষতবিক্ষত লাশ মেলে। সাগর তখন মাছরাঙা টিভিতে আর রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন। হত্যাকা-ের সময় বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সরওয়ার মেঘ। হত্যাকা-ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে এসে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন পুলিশকে তদন্ত শেষ করার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন। সেই ৪৮ ঘণ্টা এখন পাঁচ বছরে গিয়ে ঠেকেছে। ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েই মহীউদ্দীন খান আলমগীর ১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনির হত্যারহস্য উদ্ঘাটিত হবে বলে আশা প্রকাশ করেছিলেন। এরপর ৯ অক্টোবর ‘চমক দেওয়া’ সংবাদ সম্মেলনে একজনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। পরে সেই ব্যক্তিকে ধরেও মামলার কোনো সুরাহা হয়নি। পাঁচ বছরে ৪৬ বার সময় নিয়েও আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাব।আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দফতরে ইউনিটের কল্যাণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি/ছবি-শেখ জাহাঙ্গীর আলম

এদিকে,আর্মড পুলিশ ব্যাটালিয়নের পক্ষ থেকে যেসব দাবি পেশ করা হয়েছে, তা পূরণের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।বৃহস্পতিার দুপুরে উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদর দফতরে ইউনিটের কল্যাণ সভায় উত্থাপিত দাবির প্রেক্ষিতে মন্ত্রী এ আশ্বাস দেন।মন্ত্রী বলেন, তাদের যৌক্তিক, এপিবিএন পুলিশের একটি সু-শৃঙ্খল ইউনিট। পর্যায় ক্রমে আপনাদের সব দাবি বাস্তবায়ন করা হবে।

একইসঙ্গে পুলিশের এই বিশেষায়িত ইউনিট এসপিবিএন’র সদস্যরা কল্যাণ সভায় যেসব দাবি তুলে ধরেন, সেগুলো একটি প্রজেক্ট আকারে তৈরি করে তা মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য ইউনিটের প্রধানকে নির্দেশ দেন মন্ত্রীমন্ত্রী বলেন, এর আগে বিক্ষিপ্তভাবে আপনারা যেসব সমস্যার কথা জানিয়েছেন ও আজ যে দাবিগুলো তুলে ধরেছেন সবগুলো একটি প্রজেক্ট প্রোপজাল তৈরি করে জমা দেবেন। যেগুলো মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করা যাবে সেগুলো মন্ত্রণালয় করবে। আর মন্ত্রণালয় যেগুলো পারে না, সে দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।কল্যাণ সভায় আর্মড পুলিশের বিভিন্ন দাবির মধ্যে রয়েছে- পুরো ইউনিটের খাবার তৈরিতে বাবুর্চির সংকট, পরিচ্ছন্ন কর্মীর সংকট, এপিবিএন’র আবাসন সংকট, নারী সদস্যদের কাজের সুবিধার্ধে সন্তানদের জন্য ডে-কেয়ার হোম স্থাপন করা, বাড়ি ভাড়া সুবিধা, রেশন সুবিধা, শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, ইউনিটের অভ্যন্তরীণ পদায়ন ও রদবদলের ক্ষমতায়ন, ডিউটি পালনে পরিবহণ সুবিধা ও কূটনৈতিক এলাকায় নিরাপত্তা নিশ্চিতে টহল স্পিড বোর্ড।

কল্যাণ সভায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মোখলেসুর রহমান এপিবিএন’র এসব দাবিগুলোর যৌক্তিগতা তুলে ধরেন।তিনি বলেন, এপিবিএন’র ১২টি ও এসপিবিএন’র ২ ব্যাটালিয়নের থাকার জন্য আবাসন সংকট রয়েছে। নারী সদস্যদের জন্য একটি মাত্র আলাদা আবাসন তৈরি করা হয়েছে। ইউনিটে নারী সদস্যদের গুরুত্ব ধীরে ধীরে আরও বাড়ছে।

তিনি বলেন, পুলিশের সঙ্গে এপিবিএন’র সদস্যরাও কাজ করছে। সার্বিকভাবে আইন-শৃঙ্খলা য়ন্ত্রণে কাজ করছে। এদিকে এ ইউনিটে ফোর্সের স্বল্পতাও রয়েছে। সেগুলো আমরা সমাধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ জানাচ্ছি।কল্যাণ সভায় সভাপতিত্ব করেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এডিশনাল আইজিপি) সিদ্দিকুর রহমান। এসময় এপিবিএন’র সব ব্যাটালিয়ন থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here