বৃহস্পতিবার শুরু বাংলাদেশ-ভারত একমাত্র টেস্ট

0
0

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারত সিরিজের একমাত্র টেস্ট। নিজেদের টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মত স্বাগতিক হিসেবে ভারতের মাটিতে টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে টেস্টটি।

২০০০ সালের ১০ নভেম্বর দেশের মাটিতে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে বড় ফরম্যাটে অভিষেক হয় বাংলাদেশের। এরপর ভারতের সাথে ৭টি টেস্ট ম্যাচ খেলে টাইগাররা। সবগুলোই স্বাগতিক হিসেবে খেলতে হয় বাংলাদেশকে। তাই ভারতের মাটিতে টেস্ট খেলার অভিজ্ঞতা বাংলাদেশের এখনও শুন্য।অবশেষে ভারতের মাটিতে টেস্ট খেলার স্বাদ নিতে যাচ্ছে বাংলাদেশ। সেই অভিজ্ঞতাটা ঐতিহাসিকই বটে। কিন্তু এই টেস্টটিকে ঐতিহাসিক বলতে নারাজ বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। দেশ ছাড়ার আগে এমনটাই জানিয়েছিলেন মুশি, আমার কাছে এই টেস্টটিকে ঐতিহাসিক বলে মনে হয় না।

তারপরও এমন টেস্টে ভালো করার ইঙ্গিত দিলেন মুশফিকুর। টেস্টের আগের দিন মুশি বলেন, দলগতভাবে ভালো খেললে সাফল্য আসবে। ভারত শক্তিশালী দল। বিশ্বের এক নম্বর দলের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে।ভারতের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী খেলার কথা বললেন মুশফিকুর। কারন বর্তমানে টেস্ট র‌্যাংকিং-এর এক নম্বর দল ভারত। গেল পাঁচ সিরিজে প্রতিপক্ষকে নাস্তনাবুদ করেছে টিম ইন্ডিয়া। তাই শক্তি বিচারে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে ভারত। তারপরও ব্যাটসম্যান-বোলারদের পারফরমেন্সের দিকে চেয়ে ভারত দলপতি বিরাট কোহলি, আমি মনে করি এ ম্যাচে বোলারদের কাজটা হবে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা প্রতিপক্ষের ২০ উইকেট তুলে নিতে না পারি, তবে ম্যাচ জয় করা কঠিন হবে। বোলারদের পাশাপাশি ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলতে হবে।এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও ভারত। ৬টি ম্যাচে ভারত জয় পেয়েছে। আর ২টি ম্যাচ হয়েছে ড্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here