জেলার হাতীবান্ধা উপজেলায় দুই পা বিশিষ্ট ব্যতিক্রমী একটি বাছুরের জন্মের হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আর ঐ বাছুরটিকে এক নজর দেখাএ জন্য উৎসুক জনতা ভীর জমাছে কৃষক আব্দুল করিমের বাড়ীতে। সোমবার রাতে উপজেলার দক্ষিণ গোঁতামারী এলাকার কৃষক আব্দুল করিমের (৫০) একটি গাভী দুই পায়ের বাছুরের জন্ম দেয়।
মঙ্গলবার দুপুরে ঐ কৃষকের বাড়িতে গেলে দেখা যায়, দুই পায়ের বাছুরটি সুস্থ্য আছেন। কৃষক আব্দুল করিম স্ত্রী জমিলা বেগম (৩৫) বলেন, বাছুটি জন্মের পর চিন্তিত হয়ে পড়ি। এই বাছুরটি বাঁচবে কি না বলতে পারছিনা। তবে বাঁচানোর চেষ্টা করছি। বাছুরটিকে ধরে গাভীর দুধ খাওয়ানো হচ্ছে। জন্মের পর থেকে এখনোও কোন সমস্যা হয়নি। বাছুটি জন্মের পর কোন প্রকার চিকিৎসা নেইনি। এছাড়াও ঐ গ্রামের কৃষক আ: সামাদ (৪৫) বলেন, দুই পায়ের গাভীর বাছুর জন্ম নেয় কিন্তু বেশী দিন বেঁচে থাকে না। লালন পালনে কষ্ট হয়।
লালমনিরহাট সদর উপজেলার প্রাণি সম্পদ অফিসার ডা: মকবুল হোসেন বলেন, গাভীর জিনগত সমস্যার কারনে এমন বাছুরে জন্ম হতে পারে। তবে এমন ঘটনা জেলায় বেশি ঘটনি।
মোঃ ইউনুস আলী,লালমনিরহাট প্রতিনিধি