প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ডেইলী অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে ও প্রত্যাহারের দাবীতে পাবনায় মানবন্ধন

0
153

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ডেইলী অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রতিবাদে ও প্রত্যাহারের দাবীতে পাবনায় মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের আব্দুল হামিদ সড়কে প্রেসক্লাবের সামনে ডেইলী অবজারভার পত্রিকার করস্পন্ডেন্ট এ্যাসোসিয়েশন ( ডোকা ) ও পাবনায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সিনিয়র সহ-সভাপতি কামাল সিদ্দিকী ও সহ-সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক আঁিখনুর ইসলাম রেমন, ডইলী অবজারভার পত্রিকার করস্পন্ডেন্ট এ্যাসোসিয়েশন ( ডোকা ) এর সাধারন সম্পাদক ও পাবনা জেলা প্রতিনিধি নরেশ মধু, বাংলাদেশ টুডে‘র প্রতিনিধি আব্দুল হামিদ খান, ৭১ টিভি ও বাংলা নিউজ প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, কৃষিবিদ জাফর সাদিক, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রবীর সাহা, খিষ্ট্রান ঐক্য পরিষদের বেড়া উপজেলা সভাপতি সুবল কুমার রায় ও সম্পাদক চন্দন কুমার দত্ত প্রমুখ। এ সময় উপস্থিত প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এসএম আলাউদ্দিন, নুতন চোখের সম্পাদক এস এম আলম, জেলা টেলিভিশন ও অন লাইন সমিতির সভাপতি কাজী বাবলা, চ্যানেল নাইন ও যায়যায়দিন প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী, দৈনিক বিবৃতির বার্তা সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল, জয়কালী মন্দির কমিটির সহ-সম্পাদক দেবাশীষদে, বাঁচতে চাই‘র পরিচালক আব্দুর রব মন্টু সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিরা একাতœতা প্রকাশ করে অংশ গ্রহন করেন। বক্তারা অবিলম্বে ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

কামাল সিদ্দিকী, পাবনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here