ইসরাইলে পশ্চিম তীরে বসতি স্থাপনের বিতর্কিত আইন পাশ

0
0

ইসরাইলী পার্লামেন্ট বসতি নির্মাণ সংক্রান্ত একটি বিতর্কিত আইন পাশ করেছে। এই আইন পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ব্যক্তি মালিকানার জমিতে তৈরি চার হাজার ইহুদী বসতিস্থাপনকারীর বাড়িঘর তৈরিকে বৈধতা দেবে।পার্লামেন্টে এই প্রস্তাবের পক্ষে ৫২ জন ভোট দেন। ইসরাইলের এই পার্লামেন্ট ৬০ সদস্য বিশিষ্ট।নতুন এই প্রস্তাবে পশ্চিমতীরে বসতি নির্মাণের জন্য অধিকৃত ফিলিস্তিনি জমির মালিকদের অর্থ কিংবা বিকল্প জমি দিয়ে ক্ষতিপূরণ দেয়ার কথা বলা হয়েছে।

ফিলিস্তিনের পশ্চিমতীরে বসতি স্থাপনের বিষয়টিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান তার পূর্বসূরি বারাক ওবামার তুলনায় অনেকটাই নরম। এ ব্যাপারে ব্যাপক আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও ট্রাম্পের এমন অবস্থানের সুযোগকে কাজে লাগাতেই এ আইন পাশ করলো ইসরাইল।ট্রাম্প প্রশাসনের হাতে ক্ষমতা যাওয়ার পর গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি এলাকায় বসতি স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েল।অন্যদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে এই আইন পাশের মাধ্যমে তারা তাদের জমি চুরিকে বৈধ করলো এবং এটা যে কোন রাজনৈতিক ফয়সালার পথকে রুদ্ধ করবে।ফিলিস্তিনের পক্ষ থেকে এই আইনের কঠোর নিন্দা জানানো হয়েছে।ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেনিহ বলেন, ‘এই আইন ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাতকে আরো উস্কে দেবে।তিনি আরো বলেন, এটি একটি অগ্রহণযোগ্য আইন। আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে দ্রুত এই আইনের নিন্দা জানানো উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here