হত্যা মামলায় দন্ডপ্রাপ্ত ২৬ আসামিকে হাইকোর্টে খালাস

0
0

নারায়ণগঞ্জের আড়াইহাজারের আবদুল লতিফ হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ৫ আসামি ও যাবজ্জীবন প্রাপ্ত ২১ আসামিকে খালাস দিয়ে আজ রায় ঘোষণা করেছে হাইকোর্ট।বিচারপতি আবু বকর সিদ্দিক ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আসামিদের করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে সোমবার এ রায় ঘোষণা করে।

আদালতে আসামিদের পক্ষে ছিলেন ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া ও বাহাউদ্দীন আল রাজী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল ও সহকারী এটর্নি জেনারেল কাজী বজলুর রশিদ।ডেপুটি এটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল সাংবাদিকদের বলেন, আবদুল লতিফকে হত্যার ঘটনায় চাক্ষুষ সাক্ষী না থাকায় হাইকোর্টে আসামিদের খালাস দিয়েছে। তবে হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলেও জানান তিনি।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের নারায়নগঞ্জের আড়াইহাজার থানার মোরদাসাদী গ্রামের আব্দুল লতিফকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় একই দিন আড়াইহাজার থানায় মামলা করেন নিহতের ভাই আব্দুল হান্নান। ২০০৯ সালে নারায়নগঞ্জের আদালত এই মামলায় ৫ আসামিকে মৃত্যুদন্ড ও ২১ জনকে যাবজ্জীবন কারাদন্ড দেন। মৃত্যুদন্ড প্রাপ্ত ৫ আসামী হচ্ছেন- মো. বারেক, ওমর আলী, সোহেল ওরফে শফি, আফাজ উদ্দিন ও শওকত আলী। এর মধ্যে ওমর আলী মারা গেছেন।যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহীদ, হেলাল, নুর ইসলাম, ইউনুছ,কফিল উদ্দিন, মঞ্জুরুল, আফাজ উদ্দিন, আফসার উদ্দিন,আক্তার, আলা উদ্দিন, হক সাব, সামসুল হক, কামাল,কালাই, দেলোয়ার, আক্তার, হাচেন আলী, তাইজ উদ্দিন ও আলম।পরে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিদের ডেথরেফারেন্স হাইকোর্টে আসে। পাশাপাশি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিলও করেন আসামিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here