জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সোমবার গাজীপুরে আলোচনা সভা, ছাত্র-ছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা, সেমিনার ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভূমিকা ও আমাদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: ইফতেখার আহমদ চৌধুরী। জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানার সভাপতিত্বে গাজীপুর শহরের কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহকারী কিউরেটর মো: মহসিন মোল্যা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মেট্রোপলিটন কলেজের সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক, গাজীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নুরুন্নাহার আক্তার, শামীমা ফেরদৌস ও শিক্ষার্থী নুসরাত জাহান লাবন্য। কুইজ প্রতিযোগিতায় ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭০জন শিক্ষার্থী অংশগ্রহন করে। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।