শানিন গ্রুপের ৬৩ লক্ষ টাকার লুন্ঠিত মালামাল উদ্ধার

0
0

রাজধানীতে শানিন গ্রুপের ৬৩ লক্ষ টাকার লুুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৮ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল- ১। ডাকাত শামসু @ শামসু ২ । ডাকাত হুমায়ুন কবির ৩। ডাকাত শাহিন রানা ৪। ডাকাত শাহিন ৫। ডাকাত হুমায়ুন। ৬। ফারুক ৭। সাঈদ ভুইয়া @ শ্যামল এবং ৮। মোশারফ। ৩০ জানুয়ারি/১৭ ঢাকা এবং লক্ষ্মীপুর জেলায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গত ০৯/০১/১৭খ্রিঃ তারিখ দিবাগত রাত ১২.৩০ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের মাতুয়াইল এলাকা থেকে শানিন গ্রুপের কাভার্ডভ্যান ভর্তি বিদেশি রপ্তানিযোগ্য কাপড়, ড্রাইভার ও হেলপারকে চেতনানাশক ওষুধ সেবন করিয়ে চুরি করে নিয়ে যায়।
উক্ত ঘটনার ১দিন পর সাভার থেকে কাভার্ডভ্যানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে বিভিন্নভাবে অভিযান চালিয়ে এই ঘটনার সাথে সংশ্লিষ্ট ৫জন ডাকাতকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা জানায় লুন্ঠিত মালামাল তারা অজ্ঞাত কাওসারের মাধ্যমে উত্তরায় সায়মনের কাছে বিক্রি করে। তাদের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে উত্তরা ১০নং সেক্টর এলাকা থেকে লুন্ঠিত মালামালসহ অপর ৩ জনকে গ্রেফতার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে। এ সংক্রান্তে যাত্রাবাড়ী থানায় একটি মামলা রুজু হয়েছে।

উপ-পুলিশ কমিশনার, মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্ধসঢ়;স
ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here