আদালতে দোষ স্বীকার করায় গাজীপুরে ধর্ষন মামলায় চার্জগঠনের দিনই এক আসামিকে যাবজ্জীবন সশ্রমকারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্ত আসামির নাম মোঃ হুমায়ুন কবির (৩০), তিনি ময়মনসিংহের নান্দাইল থানার দাদার গ্রামের মৃত আব্বাস উদ্দিনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার রোহা গ্রামের ভিকটিম গাজীপুরের সাইনবোর্ড এলাকায় একটি পোশাক কারখানায় চাকুরি ও বসবাস করতেন। হুমায়ুনের সঙ্গে পরিচয় সূত্র ধরে ভিকটিমকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে আসছিল। এক পর্যায়ে ২০১১ সালের ১১ এপ্রিল রাতে ভিকটিমের ভাড়া বাসায় এসে তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষন করে। পরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া থাকে। ভিকটিম বারবার তাগিদ দিলেও হুমায়ুন তাকে বিয়ে করেনি। এক পর্যায়ে সে অন্তঃসত্ত্বা হয়ে যায় এবং এক কন্যা সন্তান জন্ম দেয়। তার পরও হুমায়ুন ভিকটিমকে বিয়ে না করে তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালাতে তাকে। পরে ২০১৫ সালের ২৩ মে হুমায়ুনকে আসামি করে জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ভিকটিম। মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই অজয় চক্রবর্তী গত বছর ৩১ ডিসেম্বর হুমায়ুন কবির কে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন।
গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি ফজলুল কাদের জানান, মঙ্গলবার আসামির উপস্থিতিতে এ মামলার চার্জ গঠনের দিন ধার্য ছিল। বিচারকের সামনে আসামি নিজের দোষ স্বীকার করেছে। আসামি আদালতে নিজের দোষ স্বীকার করায় এবং এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য চার্জ গঠনের দিনই বিচারক এ মামলার রায় ঘোষণা করেছেন। রায়ে ধর্ষনের ফলে জন্ম লাভকারী কন্যা সন্তান (বর্তমান বয়স ১ বছর ৮ মাস) আসামি হুমাায়ুন কবীর ও ভিকটিমের পিতা ও মাতা হিসেবে পরিচয় প্রদান করতে পারবে। এবং কন্যা শিশুটির ভরন পোষন বিবাহ না হওয়া পর্যন্ত রাষ্ট্র বহন করবে। রাষ্ট্র এই মর্মে ভরন পোষনের পরিমাণ নির্ধারণ করবে এবং প্রদেয় অর্থ ধর্ষক আসামি মোঃ হুমায়ুন কবির থেকে আদায় করে নিতে পারবে।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।