সার্চ কমিটি গঠনে বিএনপি শুধু হতাশ নয়, চরম ক্ষুব্ধ

0
0

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে গঠিত ছয় সদস্যের সার্চ কমিটি আওয়ামী লীগ সরকারের পছন্দের কমিটি। এ সার্চ কমিটি নিয়ে বিএনপি শুধু হতাশই হয়নি ক্ষুব্ধ হয়েছে। এই কমিটির মাধ্যমে আওয়ামী লীগ আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায়।বুধবার বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ‘বহুদলীয় গণতন্ত্র-শহীদ জিয়া: আজকের প্রেক্ষাপট’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে বাংলাদেশের লেবার পার্টি।নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি করছেন রাষ্ট্রপতি। নিয়মানুযায়ী সার্চ কমিটির সদস্যদের দেওয়া নামগুলো থেকে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য কমিশনারদের নিয়োগ দেবেন। আজ অথবা কালের মধ্যেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের দুটি সূত্র জানিয়েছে, আপিল বিভাগের একজন বিচারপতি ছাড়াও সার্চ কমিটিতে থাকছেন হাইকোর্ট বিভাগের একজন বিচারপতি, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণমাধ্যমের মাধ্যমে বিএনপি জানতে পেয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ছয়জনকে নিয়ে একটি সার্চ কমিটি গঠন করেছেন। রাষ্ট্রপতি আলোচনা শুরুর পরে একটি আশার আলো দেখা দিয়েছিল। কিন্তু সেই আশা হতাশায় পরিণত হয়েছে, চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। যে সার্চ কমিটি গঠন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের পছন্দের কমিটি। কারণ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যÑএগুলো সরকারের নিয়োগ।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের বেসরকারি টেলিভিশনের প্রতিক্রিয়া তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম বলেন, কি নিরপেক্ষ সার্চ কমিটি হয়েছে তা বোঝা যাচ্ছে। আমরা শুধু হতাশই হয়নি, ক্ষুব্ধ হয়েছি।বিএনপির মহাসচিব বলেন, রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান। বিএনপির আশা করেছিল, তার কাছে নিরপেক্ষ সিদ্ধান্ত পাবে। সংকট নিরশনে একটা সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এখনই বোঝা যাচ্ছে বাছাই কমিটি কি ধরনের ইসি গঠন করবে। এই কমিটির মাধ্যমে আবারও অন্ধকার গহ্বরের দিকে দেশকে ঠেলে দেওয়া হলো। আওয়ামী লীগ আবারও ৫ জানুয়ারির মতো নির্বাচন করতে চায়। ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

এদিকে, নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা চায় না ক্ষমতাসীন আওয়ামী লীগ।বুধবার সোনারগাঁও হোটলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।তিনি বলেন,আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে কোনো নাম প্রস্তাব করিনি, কাকে কাকে মনোনয়ন দেবেন তা একান্ত রাষ্ট্রপতির এখতিয়ার। আমরা একটা বিষয় বলেছি- আমরা কোনো নাম দিচ্ছি না, এটাও প্রত্যাশা করছি না- দলীয় কোনো ব্যক্তি এই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত হবে, এটা আমরা প্রত্যাশা করি না এবং কোনো দলেরই করা উচিত নয়।”

নতুন নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কার্যালয় থেকে চিঠি পাওয়ার পর সারসংক্ষেপ তৈরি করে বুধবার তা প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এই সার্চ কমিটি যাদের নাম প্রস্তাব করবে, তাদের মধ্যে থেকে সর্বোচ্চ পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।কমিটির অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। এবারও সার্চ কমিটি গঠনের পর মন্ত্রিপরিষদ বিভাগ এর সাচিবিক দায়িত্ব পালন করবে।সার্চ কমিটি প্রসঙ্গে জানতে চাইলে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করেন, সার্চ কমিটি নিয়ে আমি কিভাবে কমেন্ট করি? আমি এর কোন পার্ট না।তিনি বলেন, সার্চ কমিটি করতে মহামান্য রাষ্ট্রপতি (নিবন্ধিত) ২৩টিসহ অন্যান্য দলের সাথে সংলাপ করেছেন, সংলাপ শেষে যেহেতু এখন এ সময়ে আইন করার সুযোগ অনুপস্থিত, সেক্ষেত্রে সার্চ কমিটি করবেন, এটাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন।আমি যতটা শুনেছি সার্চ কমিটি করতে তিনি (চিঠি) কেবিনেটে পাঠিয়েছেন। এখন কেবিনেট কখন এটা প্রকাশ করবে সেটাও কেবিনেটের বিষয়। এটি এখন রাষ্ট্রপতি, বঙ্গভবন ও মন্ত্রিপরিষদ বিভাগের বিষয়, এখানে দলীয়ভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার কোনো ভূমিকা নেই।কাজী রকিব নেতৃত্বাধীন সেই ইসি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেয়াদ শেষ করবে। এরপর পাঁচ বছর মেয়াদী অনধিক পাঁচজন নিয়ে নতুন ইসি গঠন করতে হবে রাষ্ট্রপতির।

আইন না হওয়ায় এবারও একই পদ্ধতিতে ইসি গঠন করতে যাচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এলক্ষ্েয তিনি সংলাপ করেছেন এবং রাজনৈতিক দলগুলো আশা করছে যে তিনি একটি গ্রহণযোগ্য ইসি গঠন করবেন। গত ১৮ ডিসেম্বর সংসদের বাইরে থাকা বিএনপির সঙ্গে সংলাপ শুরু করেন আবদুল হামিদ। একমাস ধরে ৩১টি দলের সঙ্গে চলা ওই সংলাপ ১৮ জানুয়ারি শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here