সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

0
0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,বর্তমান সরকার সার্বিক আইন-শৃংখলা রক্ষার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের জানমালের নিরাপত্তা বিধান রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।প্রধানমন্ত্রী বুধবার সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, সব ধরনের নাশকতা ও সহিংসতার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশসহ সকল আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহ পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।তিনি বলেন, দেশের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনসাধারণের সম্পদ ও জীবনের নিরাপত্তা বিধান ও সন্ত্রাসী কার্যকলাপ দমনের লক্ষ্যে বাংলাদেশ পুলিশ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী বলেন, সকল প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজ, ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামীসহ নিয়মিত মামলার আসামী গ্রেফতার, অবৈধ অস্ত্র ও বিস্ফোরক এবং মাদকদ্রব্যসহ সকল ধরনের অবৈধ মালামাল উদ্ধারকল্পে পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযান এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।শেখ হাসিনা বলেন, সড়ক-মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনসহ দিবা ও রাত্রিকালীন পুলিশী টহল জোরদার করা হয়েছে।তিনি বলেন, সকল প্রকার নাশকতা, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সহিংসতা প্রতিরোধ করার জন্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করাসহ নিয়মিতভাবে সভা-সমাবেশের আয়োজন করে হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার লক্ষ্যে গঠিত স্পেশাল টাস্ক গ্রুপ (এসটিজি)এর মাধ্যমে অভিযান অব্যাহত রয়েছে।

শেখ হাসিনা বলেন, জনগণের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে বিভিন্ন ইউনিটসমূহে ভিকটিম সাপোর্ট সেন্টার, ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স ডেস্ক, মহিলা ও শিশু ডেস্ক স্থাপন, থানাগুলোতে ওপেন হাউজ ডে অনুষ্ঠান এবং কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নিয়োজিত করাসহ জনবান্ধব বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।তিনি বলেন, পুলিশ ও আইন-শৃংখলা বাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী হামলা সংক্রান্ত মামলার রহস্য উদঘাটনে সফলতার পরিচয় দিয়েছে।প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ, বোমা হামলা, সহিংসতা ও নাশকতার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণসহ রুজুকৃত মামলাসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে তদন্তপূর্বক বিজ্ঞ আদালতে বিচার প্রক্রিয়ার কার্যক্রম গৃহিত হচ্ছে।শেখ হাসিনা বলেন, কূটনৈতিক ও বিদেশী নাগরিকদের নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।তিনি বলেন, ইতোপূর্বে সন্ত্রাসী, নাশকতামূলক, ধ্বংসাত্মক কার্যকলাপের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের কর্মকা- ও গতিবিধি সম্পর্কে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। জঙ্গি ও সন্ত্রাসীসহ সকল অপরাধীদের কর্মকান্ড রোধে তাদের অর্থের যোগানদাতা ও অর্থের উৎস সন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, পর্যটন এলাকায় ভ্রমণকারী বিদেশী পর্যটকগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে পুলিশের নিরাপত্তা কার্যক্রম অধিকতর জোরদার করা হয়েছে।শেখ হাসিনা বলেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নৌ-পুলিশ, রেলওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশ যথাক্রমে শিল্প এলাকা, নৌ-পথে, রেলপথে ও মহাসড়কে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ প্রকল্পসহ বিভিন্ন এলাকায় কর্মরত ও অবস্থানরত বিদেশী নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশী নিরাপত্তা ব্যবস্থা ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। চাহিদা মোতাবেক বিদেশীদের চলাচলের সময় পুলিশ এসকর্ট প্রদান করা হচ্ছে। এ ব্যাপারে সকল পুলিশ ইউনিটকে যথাযথ নির্দেশ দেয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, রাজধানীতে প্রতিটি থানা এলাকায় নিয়মিত বৈঠক করা হচ্ছে এবং ‘সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (সিআইএমএস) চালু করা হয়েছে। এর মাধ্যমে থানা এলাকার বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের নাম ঠিকানাসহ তথ্য সংগ্রহ করা হচ্ছে।শেখ হাসিনা বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশের সহায়তায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধি ও মসজিদের ইমামদের নিয়ে ওপেন হাউজ ডে এবং আলোচনা সভা করা হচ্ছে।তিনি বলেন, আইন-শৃংখলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিকল্পে দেশে ও বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে আইন-শৃংখলা রক্ষায় এবং জনসাধারণ জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানে উপর্যুক্ত ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশ পুলিশের আধুনিকায়ন, জনবল বৃদ্ধি, বিশেষায়িত ইউনিট গঠন, যুগোপযোগী প্রশিক্ষণ, যানবাহন, যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জমাদি সংযোজন করা হবে এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here