প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি শুধু ক্ষমতা ভোগ করার জন্য নয়, দেশের মানুষকে কিছু দিতে পারাই রাজনীতির মূল লক্ষ্য। বুধবার গণভবনে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে একথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী তার বক্তব্যে ছাত্রলীগকে নানান নির্দেশনা দিয়ে বলেন, ছাত্রলীগের সকল কর্মীদের এখন ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি কেরতে হবে। নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে হবে।
“তা না করে যদি অন্যে কি লাভ করলো, অন্যজন কতটা বড়লোক হলো সেই বিষয় নিয়ে হা হুতাশ করে তাহলে সব সময় পিছিয়ে থাকতে হবে। নিজের যোগ্যতাকে বড় করে দেখতে হবে। আর সেটা নিয়েই কাজ করতে হবে। টাকা পয়সা ধন দৌলত কিছু সারাজীবন মানুষের সঙ্গে থাকে না, মানুষের থাকে শুধু শিক্ষা।”
তিনি সংসদ অধিবেশনে উপস্থিত থেকে ছাত্রলীগকে ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া পরামর্শ দেন। জনগণকেই দেশের মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জনগণই দেশের শক্তি। সংবিধানেও তা লেখা আছে। তোমরা নিজেরা উচ্চশিক্ষা নিবে। শুধু দেশের বাইরেই না, দেশেও এখন উচ্চশিক্ষার যথেষ্ট সুযোগ রয়েছে।