পৃথিবীর প্রথম ট্রিলিয়নিয়ার বিল গেটস

0
0

আগামী ২৫ বছর পর বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে যাচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি ফাম অক্সফাম ইন্টারন্যাশনালের একটি গবেষণায় এ তথ্য ওঠে এসেছে। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, ২০৪২ সালে বিশ্ব প্রথমবারের মতো ট্রিলিয়নিয়ার পেতে যাচ্ছে। যখন তার বয়স হবে ৮৬। ২০০৯ সালের পর থেকে বিল গেটস তার মোট সম্পদের ১১ শতাংশ হারে প্রবৃদ্ধি করে চলেছেন। এ ধারা অব্যাহত থাকলে আগামী ২৫ বছরের মধ্যে তিনি ট্রিলিয়নিয়ারের খাতায় নাম লেখাবেন।

গবেষণায় বলা হয়েছে, ২০০৬ বিল গেটস যখন মাইক্রোসফট ছাড়েন-তখন তার মোট সম্পদের পরিমাণ ছিল ৫০ বিলিয়ন ডলার। ২০১৬ সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৫ বিলিয়ন ডলার। বিল গেটস তার সম্পদের বড় একটি অংশ মানব কল্যাণের জন্য গঠন করা নিজস্ব ফাউন্ডেশনের মাধ্যমে ব্যয় করে থাকেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here