সরকারি প্রকল্পের ৮০ শতাংশে অনিয়ম-দুর্নীতিতে ভরা: টিআইবি

0
0

জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সরকারি প্রকল্পের ৮০% অনিয়ম-দুর্নীতিতে ভরা। জলবায়ু তহবিল বরাদ্দে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দলীয় রাজনৈতিক প্রভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছে বলে জানিয়েছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার দুপুরে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি)। রাজধানী ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত ‘জলবায়ু অর্থায়ন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রকল্প বাস্তবায়নে সুশাসন’ শীর্ষক সংবাদ সম্মেলনে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।তহবিল বরাদ থেকে শুরু করে দরপত্র আহ্বান ও বণ্ঠনের সকল ক্ষেত্রেই ব্যাপক হারে দুর্নীতি হয় বলে, তাদের জরিপে উঠে এসেছে। আর প্রকল্প গ্রহনের ক্ষেত্রে জনস্বার্থের চেয়ে, রাজনৈতিক বিবেচনাকেই বেশি প্রাধান্য দেয়া হয়, বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।এ সব অনিয়ম ও দুর্নীতি রোধে, ট্রাস্টি বোর্ড পুনর্গঠন এবং প্রকল্পের সকল পর্যায়ে তদারকি বাড়ানোর পরামর্শ দিয়েছে তারা।

জলবায়ুর ঝুকি এবং বিপন্নতা মোকাবেলায়, ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছে সরকার। এ ফান্ড থেকে এখন পর্যন্ত ৩৭৮ টি প্রকল্প চলমান আছে। এই প্রকল্পগুলোর অর্থায়ন এবং সুশাসন খতিয়ে দেখতে, ৬টি প্রকল্পে নিবিরভাবে জরিপ চালিয়েছে টিআইবি।সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬টি প্রকল্পের মধ্যে ৫টি প্রকল্প নানা রকম দুর্নীতিতে জড়াগ্রস্থ।এর কারণ হিসেবে রাজনৈতিক প্রভাবকে দায়ী করেছে টিআইবি। অবস্থা উত্তরনে তাই প্রকল্প হাতে নেওয়ার আগে তার সম্ভ্যাতা যাচাই, অর্থের সঠিক ব্যবহারে তদারকি বৃদ্ধি এবং ট্রাস্টি বোর্ড পুনর্গঠনের সুপারিশ করেন তারা।রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের দিকে ইঙ্গিত করে, সুলতানা কামাল সুপারিশ করেন, বাংলাদেশ কোনোভাবেই যেন জলবায়ু ঝুকির কারণ না হয়।ড. ইফতেখারুজ্জামানবলেন, বিপন্নতার সঙ্গে সামঞ্জস্য রেখে তহবিল বরাদ্দ হচ্ছে না। রাজনৈতিক প্রভাব বরাদ্দের ক্ষেত্রে প্রাধান্য পাচ্ছে। প্রকল্প বাস্তবায়নে বেশকিছু ইতিবাচক দিক থাকলেও তহবিল বরাদ্দ ও ট্রাস্টিবোর্ড গঠনে স্বার্থের দ্বন্দ্ব দেখা দিয়েছে। যেখানে ঝুঁকি বেশি সেখানে বরাদ্দ কম, প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের কারনে পছন্দ মতো প্রকল্প নিয়ে বরাদ্দ বেশি করায় ক্ষতিগ্রস্তরা বঞ্চিত হচ্ছে। এতে প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যহত হচ্ছে।

যেসব জায়গায় বিপন্নতা বেশি, সেখানে বরাদ্দ বাড়ানো এবং দক্ষ ও যোগ্য ব্যক্তিদের ট্রাস্টিবোর্ডে রাখার সুপারিশ করে তিনি।টিআইবির চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের এ ঝুঁকি মোকাবেলায় এসব প্রকল্পে জনসম্পৃক্ততা বাড়াতে হবে। জনগণের সম্মতি ছাড়া নিজেদের মতো করে প্রকল্প নিলে তার সফল পাওয়া যাবে না। সংবাদ সম্মেলনে টিআইবি প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় ট্রাস্টিবোর্ড পুনর্গঠন, তহবিল বৃদ্ধি, নীতিমালা পরিমার্জন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিসহ কয়েকটি সুপারিশ তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here