২ বছরে সাড়ে তিন হাজারের বেশি শিশু ভয়াবহতা সহিংসতার শিকার

0
0

গতবছর দেশে সাড়ে তিন হাজারেরও বেশি শিশু বিভিন্ন ধরণের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে এদের মধ্যে ১৪০০ বেশি শিশু অপমৃত্যুর শিকার হয়েছে।সংখ্যার দিক থেকে আগের বছরের তুলনায় ২০১৬ সালে শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা কিছুটা কমেছে। তবে বদলেছে সহিংসতার ধরন; বেড়েছে নির্যাতনের ভয়াবহতা। পাশাপাশি, আশঙ্কাজনকভাবে বাবা-মায়ের হাতে শিশু হত্যা এবং শিক্ষকদের হাতে নির্যাতনের হারও বেড়েছে।

শিশু অধিকার পরিস্থিতি-২০১৬ পর্যালোচনা করে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএফ) এমন চিত্রই তুলে ধরে। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এই তথ্য-প্রতিবেদনটি প্রকাশ করা হয়। জাতীয় ১২টি দৈনিক সংবাদপত্রের প্রকাশিত খবর থেকে শিশুর প্রতি সহিংসতা ও নির্যাতনের এ প্রতিবেদন তৈরি করে।গত ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালে শিশু হত্যা কিছুটা কমলেও বাবা-মার হাতে শিশু হত্যার সংখ্যা বেড়েছে বলে তাদের প্রতিবেদনে বলা হয়। এতে আরো বলা হয়, গড়ে প্রতিমাসে কমপক্ষে পাঁচটি শিশু বাবা-মায়ের হাতে নিহত হচ্ছে।সংবাদ সম্মেলনে বাংলাদেশে শিশু অধিকার পরিস্থিতি শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম।এতে ২০১৬ সালে দেশে শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, সহিংসতার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতবছর তিন হাজার পাঁচশো ৮৯টি শিশু বিভিন্ন ধরণের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছে। যার মধ্যে প্রায় দেড় হাজার শিশু অপমৃত্যুর শিকার। আর ২০১৫ সালে শিশু নির্যাতনের সংখ্যা ছিল প্রায় সাড়ে পাঁচ হাজার।প্রতিবেদনে দেখা গেছে, ২০১৫ সালের চেয়ে ২০১৬ সালের শিশু নির্যাতনের হার কিছুটা কমলেও বাবা মার হাতে শিশু হত্যার হার বেড়েছে আশংকাজনক হারে।এর মধ্যে অপমৃত্যু ১৪৪১টি, অপঘাত ২০৫, যৌন নির্যাতনে ৬৮৬, অপহরণ, নিখোঁজ ও উদ্ধার ৪৪৫টি এবং নির্যাতন ও সহিংসতাসহ ৩৯৮টি শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।সামাজিক আন্দোলন ও রাষ্ট্র এগিয়ে আসলেই শিশু নির্যাতন কমবে বলে মনে করে জাতীয় মানবাধিকার কমিশন।জাতীয় পর্যায়ে শিশুদের নিয়ে কাজ করে এমন ২৬৯টি বেসরকারি সংস্থার ফোরাম বিএসএফ। তাদের হিসাব বলছে, ২০১৬ সালে ৩ হাজার ৫৮৯টি শিশু সহিংসতা ও নির্যাতনের শিকার হয়। এর মধ্যে ১ হাজার ৪৪১টি শিশুর অপমৃত্যু ঘটে। যৌন নির্যাতনের শিকার হয় ৬৮৬টি শিশু। ২০১৫ সালে সহিংসতা ও নির্যাতনের মোট ঘটনা ছিল ৫ হাজার ২১২টি।

এ বিষয়ে সংগঠনটির চেয়ারপারসন মো.এমরানুল হক চৌধূরী বলেন, বিচারহীনতা ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণে শিশুদের প্রতি সহিংসতার ঘটনা ঘটেই চলেছে। পাশাপাশি বাড়ছে ঘটনার নির্মমতা।বিএসএফ এর তথ্যমতে, ২০১৬ সালে ৬৪টি শিশু বাবা-মায়ের হাতে খুন হয়েছে; যা আগের বছরের তুলনায় ৫৮ শতাংশ বেশি। ২০১৫ সালে এর সংখ্যা ছিল ৪০। পাশাপাশি, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের হাতে শিশু নির্যাতনের ঘটনাও বেড়েছে। ২০১৬ সালে ২৬৩টি শিশু এ ধরনের নির্যাতনের শিকার হয়।

এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মা-বাবা এবং শিক্ষকদের হাতে হত্যা ও নিপীড়নের ঘটনা হচ্ছে সামাজিক অস্থিরতার ফলাফল। শিশুদের সুরক্ষায় রাষ্ট্রকে আরও দায়িত্বশীল হতে হবে। গণমাধ্যমকেও এ ধরনের ঘটনায় আরও গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।তবে শিশু হত্যা, আত্মহত্যা ও ধর্ষণের ঘটনা ২০১৬ সালে আগের বছরের তুলনায় কিছুটা কমেছে। গত বছর শিশু খুন হয় ২৬৫টি। আর এর আগের বছর এ সংখ্যা ছিল ২৯২।২০১৬ সালে ৪৪৬টি শিশু ধর্ষণের শিকার হয়; আর আগের বছর ৫২১টি। শিশু অপহরণের ঘটনাও কমেছে। তবে বেড়েছে নবজাতক চুরির ঘটনা।অনুষ্ঠানে বক্তারা শিশুর প্রতি যেকোনো সহিংসতা ও নির্যাতনের ঘটনা দ্রুত বিচারের আওতায় নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি ও রায় দ্রুত কার্যকরের সুপারিশ করেন। পাশাপাশি, শিশুদের জন্য স্বতন্ত্র শিশু কমিশন গঠনের দাবিও জানান তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here