যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর পরই প্রথম বিদেশ সফরকালে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্মেলনের পরিকল্পনা করছেন। নাম প্রকাশ না করে ব্রিটিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সানডে টাইমসের খবরে বলা হয়েছে, ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক ‘পুনর্স্থাপন’ করবেন ট্রাম্প। সম্মেলনস্থল হতে পারে আইসল্যান্ড। ১৯৮৬ সালে স্নায়ুযুদ্ধ চলাকালে আইসল্যান্ডের রিকজাভিকে সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভের সঙ্গে রোনাল্ড রিগান বৈঠক করেছিলেন।
খবরে বলা হয়েছে, দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক পুনরায় স্থাপনের অংশ হিসেবে পারমাণবিক অস্ত্র সীমিত করা সংক্রান্ত চুক্তি করতে ট্রাম্প কাজ শুরু করবেন। আগামী ২০ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন তিনি। সানডে টাইমস জানায়, ট্রাম্প-পুতিন সম্মেলন করতে একমত মস্কো। আইসল্যান্ড জানায়, সম্মেলনের পরিকল্পনার ব্যাপারে তারা জ্ঞাত নয়। তবে ওয়াশিংটন-মস্কোর মধ্যে সম্পর্ক উন্নয়নে সহায়তা করতে সম্মেলন আয়োজনে দেশটি আগ্রহী।