রামপালের কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মংলা বন্দর পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রবিবার দুপুরে হেলিকপ্টারে করে অর্থমন্ত্রী বাগেরহাটের রামপালে নির্মাণাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রে পৌছান। পরে তিনি সেখানকার বিদ্যুৎ কেন্দ্র এলাকা ঘুরে দেখেন। এরপর দুপুরেই মন্ত্রী সড়ক পথে মংলা বন্দর পরিদর্শনে আসেন। মংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বন্দরে বিদ্যমান সুযোগ-সুবিধা ও চলমান উন্নয়ন প্রকল্পের চিত্র অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এ,কে,এম ফারুক হোসাইন। সভায় মন্ত্রী খুলনাস্থ মংলা কাস্টমস হাউসকে আরো দ্রুত সেবা দেয়ার জন্য মংলায় আসার জন্য তাগিদ দেন।
এ সময় মন্ত্রী বলেন, মংলা বন্দরে ধারাবাহিক উন্নয়ন চলছে, আপাতত বড় ধরণের কোন প্রকল্প হাতে নেয়ার পরিকল্পনা নেই। মংলা বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ, মৃত এ বন্দরকে গত ৮ বছরে আমরা উদ্ধার করেছি। তিনি আরো বলেন, বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অনেক হইচই হচ্ছে। এটি রামপাল-মংলার জন্য একটি বড় ধরণের প্রকল্প। আগামী ২০১৮ সালের শেষ দিকে এ বিদ্যুৎ কেন্দ্র চালু হবে বলে। মংলা বন্দর পরিদর্শন শেষে দুপুরেই মন্ত্রী বাগেরহাটে যান। সেখান থেকে বিকেলেই মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হন।
এদিকে,মংলায় সেনা এলপিজি প্লান্ট ও সেনা সিমেন্ট’র উদ্বোধন করা হয়েছে। সেনা কল্যাণ সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরী এলাকায় রবিবার দুপুরে সেনা বাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ফলক উম্মোচন ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মিল দু’টির উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনা কল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ফিরোজ হাসান ও সেনা এলপিজি এবং সেনা সিমেন্ট’র প্রকল্প পরিচালক কর্ণেল মোহাম্মদ নরুল ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ এলিফ্যান্ট ব্র্যান্ড, সেনা সিমেন্ট ও সেনা এলপিজির ডিলার, ঠিকাদার এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অত্যাধুনিক ইউরোপিয়ান প্রযুক্তিতে ২০১৪ সালে এ প্লান্ট দু’টির নির্মাণ কাজ শুরু হয়। এরপর ২০১৬ সালের নভেম্বরে উৎপাদনে যায় প্রতিষ্ঠান দু’টি। এলপিজি প্লান্ট হতে প্রতি ঘন্টায় ১২শ সিলিন্ডার এবং সেনা সিমেন্ট ফ্যাক্টরী হতে ঘন্টায় প্রায় ৫০ মেট্টিক টন সিমেন্ট উৎপাদন করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।