বর্তমান সরকার প্রযুক্তি নির্ভরশিক্ষার উপর গুরুত্বারোপ করছেন: পলক

0
0

নাটোরের এন এন সরকারি কলেজে ফ্রি ওয়াইফাই সংযোগের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে ফ্রি ওয়াইফাই সংযোগের উদ্বোধন করেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রযুক্তিসেবা সরবরাহকারী প্রতিষ্ঠান উই ওয়ইফাই এর সহায়তায় এই ফ্রি ওয়াইফাই সুবিধায় কলেজের ১০ হাজার শিক্ষার্থী এখন থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকার প্রযুক্তি নির্ভরশিক্ষার উপর গুরুত্বারোপ করছেন।

যার জন্য শিক্ষার্থীদের ইন্টারনেটে প্রবেশাধিকার জরুরী। তাই বিনামূল্যে শিক্ষার্থীদের ওয়াইফাই ব্যবহারের সুযোগ দিচ্ছে সরকার। পর্যায়ক্রমে দেশের সকল প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এ সুবিধা দেয়া হবে। এন এস সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এম এইচ খালেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান, উপাধ্যক্ষ নুরকুতুব উল আলম, কলেজ ছাত্রলীগ সভাপতি এস এম শাহাদাত রাজীবসহ অনান্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here