গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করন প্রকল্পের আওতায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৪টি কৃষক গ্রুপে ১টি করে পাওয়ার টিলার ও ধান মাড়াই কল বিতরণ করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলার ৪ টি কৃষক গ্রুপে সভাপতি-সম্পাদকের হাতে ১টি পাওয়ার টিলার ও ১টি ধান মাড়াই কলের চাবি তুলে দেন উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু। এসময় কৃষক গ্রুপের সকল সদস্য ও উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সুবিধাপ্রাপ্ত কৃষক গ্রুপ গুলো হলো, বড়খাতা পশ্চিম সারডুবী কৃষক গ্রুপ, প্রানাত পাটিকা পাড়া কৃষক গ্রুপ, রমণীগঞ্জ কৃষক গ্রুপ ও নিজ শেখ সেন্দুর কৃষক গ্রুপ।
সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করন প্রকল্পের আওতায় উপজেলায় ১২টি ইউনিয়নের ১২ টি কৃষক গ্রুপে পাওয়ার টিলার ও ধান মাড়াই কল প্রদান করা হবে।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি