ঠাকুরগাঁওয়ে আদিবাসী ও ভূমিহীন পরিবারে হামলা, অগ্নিসংযোগ

0
0

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম জগন্নাথপুরে খাসজমির উপর নির্মিত টিনের চালাঘর ভাঙচুর করে খড়ের স্তুপ ও গোয়াল ঘরে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এসময় ৪ আদিবাসীসহ ৯ ভূমিহীন পরিবারের বাড়িঘর ভাঙচুর হয়েছে বলে জানান স্থানীয়রা। গতকাল সোমবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গ্রামের একটি খাসজমিতে আদিবাসীসহ ৯টি ভূমিহীন পরিবার কয়েকদিন আগে টিনের চালা দিয়ে বাড়ির নির্মাণ কাজ শুরু করে। সোমবার রাতে দুবৃর্ত্তরা অতর্কিত হামলায় গুড়িয়ে যায় বাড়িঘর। এসময় পরিবারের সদস্যদের মারপিটও করা হয়।

এসময় দু’টি খড়ের স্তুপ ও একটি গোয়াল ঘরে আগ্নিসংযোগ ঘটানো হয়। খবর পেয়ে পীরগঞ্জ দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঠাকুরগাঁও পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান বলেন, বর্তমানে সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here