টেকনাফে আনসার ক্যাম্পের অস্ত্র লুটের ২ হোতা গ্রেফতার

0
0

টেকনাফে আনসার ক্যাম্পের অস্ত্র লুটের ঘটনার অন্যতম হোতা খাইরুল আমিন (বড়) ও মাস্টার আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাত ১০ টার দিকে কুতুপালং এলাকা থেকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটার গান এবং গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আশেকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা টেকনাফের আনসার ক্যাম্পের অস্ত্র লুটের অন্যতম হোতা। এ পর্যন্ত টেকনাফের আনসার ক্যাম্পের লুট হওয়া ১টি এসএমজি, ৬টি ম্যাগাজিন, ১টি চাইনিজ রাইফেল এবং ১টি এম ২ চাইনিজ রাইফেল উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনো অভিযান চলছে বলে জানিয়েছেন আশেকুর রহমান। ২০১৬ সালের ১৩ মে টেকনাফ উপজেলার নয়াপাড়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে আনসার বাহিনীর শালবন ব্যারাকে গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালায়। এতে আনসারের এক কমান্ডার আলী হোসেন নিহত হন। দুর্বৃত্তরা ব্যারাক থেকে ১১টি অস্ত্র ও বিপুল সংখ্যক গুলি লুট করে নিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here