বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার কারণে তীব্র যানজট দেখা দিয়েছে রাজধানীর বিভিন্ন সড়কে।মঙ্গলবারের এই সমাবেশের কারণে পুলিশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়ায় গাড়ি না পাওয়ার দুর্ভোগেও পড়েতে হচ্ছে নগরবাসীকে। এদিকে, সমাবেশের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নিরাপত্তাব্যবস্থা।সভাস্থলের আশপাশের কয়েকটি সড়কে নিয়ন্ত্রণ করা হয় যান চলাচল। কাকরাইল ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, কদম ফোয়ারা ক্রসিং ও শাহবাগ ক্রসিং দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন ফটক এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ফটক দিয়ে কাউকে সমাবেশে ঢুকতে দেওয়া হয়নি। উদ্যানের পশ্চিম দিকে ছবিরহাট, টিএসসি, কালীমন্দির ও তিন নেতার মাজারের ফটক দিয়ে জনসভায় নেতা-কর্মীরা ঢুকেছেন।
অন্যদিকে, মঙ্গলবার সকাল থেকে রাজধানীর চিত্র অন্যদিনের মতো থাকলেও দুপুর ১টার দিকে পাল্টে যায় দৃশ্যপট; যখন পুলিশ বিভিন্ন সড়ক বন্ধ করে দেয়।দুপুর ১টার দিকে ফার্মগেইটমুখী গাড়ি চলাচল পুলিশ বন্ধ করে দেয় বিজয় সরণির মোড়ে ব্যারিকেড দিয়ে।দুপুর ২টার পর থেকে জিপিও মোড় জিরো পয়েন্টে, প্রেস ক্লাব থেকে পল্টন মোড়, কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস্য ভবনমুখী রাস্তা, সোনারগাঁ থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা, এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড় থেকে শাহবাগ এবং দোয়েলচত্বর থেকে শাহবাগ এবং হাই কোর্টের মাজার গেট পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়।ফলে এই গন্তব্য যাদের, তাদের গণ পরিবহন না পেয়ে হেঁটেই চলতে হচ্ছে। অন্যদিকে সদরঘাট থেকে গুলিস্তান, মতিঝিল থেকে পল্টন, আসাদ গেট থেকে এলিফ্যান্ট রোড, ফার্মগেট- খামারবাড়ি থেকে বিজয় সরণি, মগবাজার থেকে কাকরাইল সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।দীর্ঘক্ষণ আটকে থেকে বাস থেকে নেমে পড়া বীমা কর্মকর্তা মনির হোসেন ডটকমকে জানান, দুপুরে মহাখালী থেকে মতিঝিল রওনা হয়ে সাত রাস্তা এলাকায় প্রায় ১ ঘণ্টা বাসে বসে থাকার পর হেঁটে মতিঝিলে চলে আসেন তিনি।পুরান ঢাকার ব্যবসায়ী সুভাষ গাবতলীর উদ্দেশে বাহদুর শাহ পার্ক থেকে যাত্রা শুরু করলেও পরে রায়সাহেব বাজারে নেমে পড়েন।তিনি বলেন, ৫০০ গজের রাস্তা যেতে আধা ঘণ্টা সময় লাগায় পরে নেমে পড়েছি। সকাল থেকেই যানজটে নাকাল ছিল নগরবাসী। ফার্মগেট, শাহবাগ, সেগুনবাগিচা, তোপখানা থেকে মতিঝিল, বিজয় সরণি, মহাখালী, উত্তরাসহ নগরের বেশ কয়েকটি এলাকায় ছিল তীব্র যানজট। এতে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষ থেকে বলা হয়, রাজধানীর প্রায় সব এলাকাতেই ছিল তীব্র যানজট। শাহবাগের দিকে চাপটা ছিল বেশি।
প্রসঙ্গত,গত ৪ জানুয়ারি ছিল বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী।এ উপলক্ষে ঐদিন রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গাড়িতে করে সংগঠনটির নেতা-কর্মীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে দেখা যায়। পুলিশের কর্মকর্তারা বলেন, শোভাযাত্রার কারণেই পুরো ঢাকা থেকে যায়।ঐদিন ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে দেখা যায় যাত্রীদের। দীর্ঘ সময় জটলায় আটকে থাকায় অনেক যাত্রীকে গাড়িতেই ঘুমিয়ে পড়তে দেখা গেছে। ঘণ্টা খানেকের পথ যেতে কারও কারও দুই থেকে আড়াই ঘণ্টাও সময় লেগেছে। একই স্থানে গাড়ি আটকে থাকায় অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন। যানজটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা।
ঐদিন বেলা দুইটার দিকে যানজটের কারণ সম্পর্কে জানতে চাইলে ট্রাফিক নিয়ন্ত্রণকক্ষ থেকে হয়, করুণ অবস্থা। প্রায় সব জায়গায় যানজট। বিভিন্ন কলেজ থেকে শোভাযাত্রা বের হওয়ায় এমন অবস্থা হতে পারে। কোন এলাকায় চাপ বেশি জানতে চাইলে তারা বলে, রাজধানীর শাহবাগে চাপটা বেশি।
ট্রাফিক পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, শোভাযাত্রার কারণে যানজটে ফার্মগেট এলাকা পুরোপুরি অচল হয়ে পড়ে। ফলে ঢাকার ভেতরে গাড়ি ঢুকতে পারেনি ।রাজধানীর বাংলামোটরে আবদুল কাইয়ুম নামের এক ব্যবসায়ী বলেন, ট্রাফিক বিভাগের উচিত বড় বড় রাজনৈতিক দলের মিছিল, শোভাযাত্রা ও সমাবেশের আগে কর্মসূচি সম্পর্কে গণমাধ্যমে নগরবাসীকে জানানো। তাহলে সবাই সতর্ক হয়ে চলাফেরা করতে পারবেন। এভাবে কষ্টের কোনো মানে হয় না।গাবতলী থেকে রওনা দিয়ে দেড় ঘণ্টায় আসাদগেট পৌঁছান রহমত আলী। যাবেন ফার্মগেট। কিন্তু আড়ংয়ের মোড়ে পৌঁছে দেখেন পুলিশ মানিক মিয়া অ্যাভিনিউতে কোনো যানবাহন ঢুকতে দিচ্ছে না। ফলে আড়ংয়ের মোড়ে নেমে ফার্মগেট পর্যন্ত হেঁটে যান তিনি।
উল্লেখ্য বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা শুরু হয়। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জনসভা শুরু হয়। বেলা সোয়া তিনটার দিকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জনসভাস্থলে পৌঁছান।জনসভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলী, উপদেষ্টা পরিষদসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ঢাকার আশপাশের জেলা থেকে বিপুলসংখ্যক নেতা-কর্মী বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন। নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত পুরো সোহরাওয়ার্দী উদ্যান। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে দলটির নেতা-কর্মীরা আশপাশের রাস্তায় অবস্থান নিচ্ছেন।
১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনে স্বাধীনতাসংগ্রামের বিজয় পূর্ণতা পায়। দিবসটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন দল ও সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদাররা বাঙালির অবিসংবাদী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁকে পাকিস্তানের কারাগারে বন্দী করা হয়। বাঙালি যখন স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, বঙ্গবন্ধু তখন পাকিস্তানের কারাগারে প্রহসনের বিচারে ফাঁসির আসামি হিসেবে প্রহর গুনছিলেন। একাত্তরের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালিদের চূড়ান্ত বিজয় অর্জিত হওয়ার পর বিশ্বনেতারা বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠেন। আন্তর্জাতিক চাপে পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী শেষ পর্যন্ত বন্দিদশা থেকে বঙ্গবন্ধুকে সসম্মানে মুক্তি দিতে বাধ্য হয়।