বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর এর ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আনন্দ আয়োজন
আমরা জানি জন্মদিনে কেটে উদ্যাপন করা হয়, কিন্তুু আজ ০৯ জানুয়ারি ২০১৭ জাতীয় চিত্রশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করেছে খ্যাতিমান লেখক, শিল্পসমালোচক ও শিক্ষাবিদ অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের ৮১তম জন্মবার্ষিকী ৮১টি পিঠার ১টি ডালা সাজিয়ে। আজ বিকেলে বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষদের দেখা যায় ফুল হাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের উদ্দেশ্যে কারো শ্রদ্ধেয় জন, কারো বন্ধু, কারো শিক্ষক, প্রিয় মানুষ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর কে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর জন্য।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এই আয়োজনে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে প্রিয় মানুষ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর কে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও অনুভূতি ব্যক্ত করেন শিল্পী হাশেম খান, নাট্যজন রামেন্দু মজুমদার, আনোয়ারা সৈয়দ হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন শিল্পী নিসার হোসেন, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন, একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী মনিরুজ্জামান, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি ড. মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, শিল্পসমালোচক মঈনউদ্দিন খালেদ এবং শিল্পী সামিনা নাফিজ। এছাড়াও প্রিয় মানুষ অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর কে ফুলের শুভেচ্ছা নিবেদন করেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে। ছবি সংযুক্ত।