পাবনায় বাল্য বিবাহ, যৌন হয়রানি ও সাইবার বুলিং বেড়ে যাওয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব বন্ধে কমিটি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সদর উপজেলার খয়ের সুতি উচ্চ বিদ্যালয় ও এন্ড কলেজে বাল্য বিবাহ ও যৌন হয়রানি বন্ধে এক কর্মশালা এবং কমিটি গঠন করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় খয়ের সুতি উচ্চবিদ্যালয় এন্ড কলেজে মিলনায়তনে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ‘‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব“ (মেজনিন) প্রকল্পের সেক্টর স্পেশালিষ্ট হাসিনা আকতারের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, অধ্যক্ষ জিয়াউল হক, এড. আরেফা খানম শেফালী, সহকারি অধ্যাপক মোঃ আব্দুস সামাদ, ইউপি সদস্য মরিয়ম খাতুন ববি, শিক্ষখ আরিফুজ্জামান, সমাজ কর্মি ইলিয়াস বিশ্বাস, সাংবাদিক রাকিবুল ইসলাম প্রমুখ। বক্তারা বিভিন্ন অঞ্চলে যৌন হয়রানী ও বাল্য বিবাহের হার বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। কর্মশালা শেষে ডাঃ রফিকুল ইসলামকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। বাল্য বিবাহ, যৌন হয়রানি ও সাইবার বুলিং বন্ধে ব্রাকের ‘‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব“ (মেজনিন) কর্মসূচির উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কামাল সিদ্দিকী, পাবনা।