উৎসবমুখর পরিবেশে কুয়াকাটায় মেগা বীচ কার্নিভাল

0
0

কুয়াকাটায় আগামি ১৪ থেকে ১৬ জানুয়ারি তিনদিন ব্যাপী মেগা বীচ কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে। এ উৎসবকে ঘিরে সাগরপাড়ের কলাপাড়া উপজেলায় চলছে উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এ অনুষ্ঠানের আয়োজক। কিন্তু বিভিন্ন জাতীয় দৈনিকের অধিকাংশ স্থানীয় প্রতিনিধিদের এর প্রস্তুতি সভা সম্পর্কে অবগত করা হয়নি।

ফলে গণমাধ্যমে এ সংক্রান্ত আগাম রিপোর্ট প্রকাশ করতে সমস্যায় পড়তে হচ্ছে। ইতোমধ্যে স্থানীয়ভাবে দুটি প্রস্তৃতি সভা হয়েছে কুয়াকাটায়। যেখানে বিভিন্ন জাতীয় দৈনিকের অধিকাংশ স্থানীয় প্রতিনিধিদের অবগত করা হয়নি। সবশেষ রবিবার কুয়াকাটার অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর সংগ্রহকালে বিষয়টি গণমাধ্যম কর্মীরা অবগত হন। যেখানে সব কটি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধিদের সংগঠন কলাপাড়া প্রেসক্লাব ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির কোন সংগঠককে অবগত করা হয়নি। এভাবে শুধুমাত্র আয়োজকদের ঢিলেমির কারনে গণমাধ্যম কর্মীরা পর্যটন শিল্পের উন্নয়নে সরকারের এত বিশাল অনুষ্ঠানের খবর যথাযথভাবে উপস্থাপন করতে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। দৈনিক জনকন্ঠ, প্রথম আলো, কালের কন্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, মানব কন্ঠ, সকালের খবর, দিনকাল, যায় যায় দিনসহ অন্তত ২০টি জাতীয় দৈনিকের স্থানীয় প্রতিনিধিরা জানান, তারা কুয়াকাটায় বীচ কার্নিভাল ২০১৭ এর অনুষ্ঠানের প্রস্তুতি সভা সম্পর্কে অবগত নন। শুধুমাত্র নিজেদের উদ্যোগে খোঁজ-খবর নিয়ে খবর সংগ্রহ করছেন। গণমাধ্যম কর্মীদের যেন এড়িয়ে যাওয়া হচ্ছে এ সম্পর্কিত বিষয়। এব্যাপারে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলামকে সোমবার দুপুরে ফোন করলে তিনি এ মুহুর্তে ব্যস্ত রয়েছেন, পরে কথা বলবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here