সহকারী জজ হিসেবে ৭৯ জনের নিয়োগ

0
0

সহকারী জজ হিসেবে ৭৯ জনকে নিয়োগ দেয়া হয়েছে।রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ৭৯ জন সহকারি জজকে নিয়োগপূর্বক পদায়নের আদেশ জারি করা হয়।এই প্রজ্ঞাপনে নিয়োগকৃত কর্মকর্তাদের আগামী ২২ জানুয়ারি (দিনের ১ম প্রহরে) তাঁদের নামের পাশে উল্লেখিত জেলায় জেলা ও দায়রা জজের নিকট যোগদান পত্র জমা দিতে হবে।নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করতে সম্মত হননি মর্মে তাঁর নিয়োগ পত্র বাতিল বলে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি প্রজ্ঞাপনের উদ্ধৃতি দিয়ে আজ এ কথা বলা হয়। এতে জানানো হয়,বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সুপারিশের ভিত্তিতে ৭৯ জন নির্বাচিত প্রার্থীকে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে জুডিসিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০১৬ এর বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে জ্যেষ্ঠতা অক্ষুণœ রেখে শর্তসাপেক্ষে নিয়োগ করা হয়।বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত জেলায় সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here