বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করে বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি নাই, শেখ হাসিনা আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ধ্বংস করে দিয়েছেন। আওয়ামী লীগ র্যাব, পুলিশ দিয়ে দেশ পরিচালনা করছে গায়ের জোরে। কিন্তু বিএনপি শক্তিশালী ও জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে আছে। বিএনপি নিয়মতান্ত্রিক ও পজিটিভ রাজনীতি দিয়ে আওয়ামী লীগের নেগেটিভ রাজনীতিকে পরাজিত করবে।
রোববার বিকেলে পাবনার দোয়েল কমিউনিটি সেন্টারে জেলা জিয়া পরিষদের উদ্যোগে জনগনের ভোটাধিকার নিশ্চিতকরণ, নির্বাচন কমিশন গঠন ও শক্তিশালীকরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খরুু বলেন, নির্বাচন কমিশনকে পূনর্গঠন ও শক্তিশালী করার জন্য বিএনপি চেয়ারপার্সন ১৩ দফা প্রস্তাবনা দিয়েছেন। এর মাধ্যমে একটি আলোচনা ক্ষেত্র তৈরী করা হয়েছে, যেখানে মুক্ত আলোচনা হতে পারে। মানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে বিএনপি। তাই একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতিতে পরিবর্তন আসুক এমনটাই আশা করে বিএনপি।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, প্রখ্যাত সাংবাদিক ও লেখক মাহফুজ উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন। জিয়া পরিষদ পাবনার সভাপতি ড. জাকির হুসাইনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আহসান জান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুস সামাদ খান মন্টু, সাধারন সম্পাদক হাবিবুর রহমান তোতা।