তানোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষা কর্মকর্তার মৃত্যু এলাকায় শোকের ছায়া

0
0

তানোরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানোর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাকসুদা খাতুন (৩৮) নিহত হয়েছেন। গতকাল রোববার বেলা ৩টার দিকে তানোর-মুন্ডুমালা সড়কের দেবীপুর মোড়ের পশ্চিম পার্শে নির্মানাধীন কোল্ড স্টোরের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস কর্মিরা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ শওকাত আলী, তানোর উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলামকে সাথে নিয়ে হাসপাতালে ছুটে যান এবং খোঁজ খবর দেন। এসময় তানোর উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার আব্দুল লতিফসহ কর্মকর্তা কর্মচারী ও তানোর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুকসানা পারভীন, চাপড়া সরকারী প্রাথশিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শরিফা ইয়াসমিনসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকারা নিহতের খবর পেয়ে হাতপাতালে ছুটে যান। এসময় হাসপাতালের বাতাষ ভারি হয়ে উঠে। অপর দিকে ঘাতক ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় চুনিয়া পাড়া এলাকাবাসী ট্রাকসহ চালক চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার লাহারপুর গ্রামের আমিরুল ইসলামের পুত্র বাবু (৩২) কে আটক করে পুলিশে সোপর্দ করেন।

নিহতের সহকর্মি ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, গতকাল রোববার বেলা আড়াইটার দিকে কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে জৈনক শিক্ষক আক্কাস আলীর মটরসাইকেলে চড়ে অফিসে ফিরছিলেন। এসময় তানোর-মুন্ডুমালা সড়কের দেবীপুর মোড়ের পশ্চিমে নির্মানাধীন কোল্ড স্টোরের সামনে আসতেই তানোর থেকে যাওয়া ট্রাককে সাইড দিতে গিয়ে অবৈধ ভাবে রাস্তার রাখা কোল্ড স্টোরের বালুর উপরে মটরসাইকেল উঠে গেলে মটরসাইকেলের পেছনে বসে থাকা তানোর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাকসুদা খাতুনের সাথে ট্রাকের ধাক্কা লাগলে তিনি ট্রাকের নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এসময় সহকারী শিক্ষক আক্কাস পড়ে গিয়ে আহত হন। শিক্ষক আক্কাসকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তানোর উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার আব্দুল লতিফ বলেন, নিহত মাকসুদা খাতুনের পিতার বাড়ি চাদপুর জেলায়, গত ১মাস আগে তিনি তানোরে যোগদান করেছেন, তার স্বামী ঢাকায় কর্মরত রয়েছেন, তার শ্বশুর বাড়ি রাজশাহী শহরে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা আব্দুস সালাম বলেন, চালক বাবুকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে এবং ট্রাক থানায় রাখা আছে। তিনি আরো বলেন এঘটনায় তানোর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাইদ সাজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here