গাজীপুরের কালিয়াকৈরে রবিবার ভারতগামী ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জনসহ এক প্রাইভেটকারের ৫ আরোহী নিহত হয়েছে। এদের মধ্যে দু’নারী ও তাদের দু’শিশু সন্তান এবং কার চালক রয়েছে। এসময় ট্রেনের একটি বগি লাইন চ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-রাজশাহী ও খুলনা রুটে প্রায় ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।
নিহতরা হলো- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার বিদ্যুৎ হোসেনের স্ত্রী মা সোনিয়া আক্তার ওরফে তাহমিদা খাতুন (৩০) ও তাদের ছেলে গোয়ালবাথান ক্রিষ্টান মিশনারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র মোঃ তাহসিন আহমেদ তালহা (৬) এবং বিদ্যুৎ হোসেনের চাচাতো ভাই রিপন হোসেনের স্ত্রী নুসরাত জাহান লাকী আক্তার (৩০) ও তাদের মেয়ে রুবাইদা নুশরাত রিভা (৬) এবং একই এলাকার প্রাইভেটকার চালক মিনহাজ হোসেন (৪০)।
কালিয়াকৈর থানার ওসি আব্দুল মোতালেব মিয়া ও স্থানীয়রা জানান, গাজীপুরের কালিয়াকৈরে গোয়ালবাথান এলাকার দু’চাচাতো ভাই রিপন হোসেন ও বিদ্যুৎ হোসেনের স্ত্রী তাদের দু’সন্তানকে নিয়ে রিপনের একটি প্রাইভেটকার যোগে রবিবার সকালে স্থানীয় ক্রিষ্টান মিশনারী স্কুলে যাচ্ছিলেন। এদের মধ্যে বিদ্যুৎ হোসেনের ছেলে গোয়ালবাথান ক্রিষ্টান মিশনারী স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র মোঃ তাহসিন আহমেদ তালহা (৬) ও তার মা সোনিয়া আক্তার ওরফে তাহমিদা খাতুন (৩০) এবং ওই স্কুলে প্লে শ্রেণীতে ভর্তি করানোর জন্য মেয়ে রুবাইদা নুশরাত রিভাকে (৬) নিয়ে রিপন হোসেনের স্ত্রী নুসরাত জাহান লাকী আক্তার (৩০) যাচ্ছিলেন। স্কুলে যাওয়ার পথে সকাল সোয়া ৯ টার দিকে প্রাইভেটকারটি গোয়ালবাথান এলাকায় অরক্ষিত লেবেল ক্রসিং দিয়ে ঢাকা-রাজশাহী রেল সড়ক পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা ভারতের কলিকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন ওই প্রাইভেটকারকে সজোরে ধাক্কা দেয়। এতে কারটি দুমড়ে মুচড়ে ট্রেনের ইঞ্জিনের বগির সঙ্গে আটকে যায়। পরে ট্রেনটি আরোহীসহ কারটিকে হেঁচড়ে প্রায় আধা কিলোমিটার দুরে ঘাটাখালী নদীর ওপর নির্মিত সোনাখালী ব্রীজে নিয়ে যায়। সেখানে ব্রীজের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে নিয়ে প্রাইভেটকারটি খন্ড বিখন্ড হয়ে ব্রীজের প্রায় ২৫ ফুট নীচে নদীর পাড়ে আছড়ে পরে এবং কারের চালক মিনহাজ হোসেন (৪০)সহ ৫ আরোহীর সবার ক্ষত বিক্ষত লাশ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এসময় ট্রেনের ইঞ্জিনের পরবর্তী বগির (খাবারের) চাকা লাইন চ্যুত হলে চালক প্রায় দু’কিলোমিটার দুরে বাজ হিজলতলী এলাকায় গিয়ে ট্রেনটিকে থামাতে সক্ষম হন। এ ঘটনায় ট্রেনের যাত্রীরা আতংকিত হয়ে পরেন। দূর্ঘনার পরপরই নিহতদের লাশ তাদের স্বজনরা ঘটনাস্থল নিয়ে যায়। এদিকে খবর পেয়ে রেলওয়ের উদ্ধার কর্মীরা ঢাকা থেকে রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে পৌছে লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ শুরু করে। এসময় উদ্ধার কর্মীরা অপর একটি ইঞ্জিন নিয়ে দূর্ঘটনা কবলিত ট্রেনের ইঞ্জিন ও লাইন চ্যুত বগিটি ঘটনাস্থলে রেখে যাত্রীসহ অপর বগিগুলো পাশ^বর্তী মৌচাক ষ্টেশনে টেনে নিয়ে আসে। এ ঘটনায় উত্তরবঙ্গগামী ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রেলকর্মীরা প্রায় ৬ ঘন্টা চেষ্টার পর লাইন চ্যুত বগিটিকে উদ্ধার করে টাঙ্গাইলের মির্জাপুরে সরিয়ে নিয়ে ক্ষতিগ্রস্থ লাইন মেরামত করার পর বিকেল সোয়া তিনটার দিকে কালিয়াকৈরের মৌচাক ষ্টেশন থেকে কলিকাতার উদ্দেশ্যে যাত্রী নিয়ে মৈত্রী এক্সপ্রেস যাত্রা করলে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। অরক্ষিত ওই লেবেল ক্রসিংয়ে কোন বেরিয়ার বা রেলকর্মী না থাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
জয়দেবপুর রেলওয়ে জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া বলেন, দুর্ঘটনায় মৈত্রী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে এ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগিটি উদ্ধার ও ক্ষতিগ্রস্থ লাইন মেরামত করে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার শহীদুল ইসলাম জানান, সকাল সোয়া ৯টার দিকে এ দূর্ঘটনার কারণে ঢাকা থেকে রাজশাহী ও খুলনা রেলরুটে প্রায় ৬ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। উদ্ধারকর্মীরা লাইনচ্যুত বগিটি উদ্ধার করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিলে ও ক্ষতিগ্রস্থ লাইন মেরামত করার পর বিকেল সোয়া তিনটার দিকে মৌচাক থেকে কলিকাতার উদ্দেশ্যে মৈত্রী এক্সপ্রেস যাত্রা করলে ওই রুটে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনার কারণে রেল লাইন বন্ধ থাকায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ও চাঁপাই এক্সপ্রেস এবং ঢাকা থেকে ছেড়ে আসা উত্তর ও দক্ষিণবঙ্গগামী সুন্দরবন এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে যাত্রা বিরতি করে।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।