রাজবাড়ীতে বালু উত্তোলন, ধসে পড়লো পদ্মার পাড়

0
0

রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বলিতা এলাকায় আকস্মিকভাবে পদ্মা নদীর প্রায় ৬০ মিটার সিসি ব্লকের পাড় ধ্বসে পড়েছে। এতে হুমকির মুখে পড়েছে বলিতা বাইতুন নুর জামে মসজিদ ও শহর রক্ষা বেড়ি বাঁধ। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। নদী থেকে বালু উত্তোলন ও পাড়ে বিশাল স্তুপ করে রাখার কারণেই এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দা সেলিম সরদার জানান, পদ্মা নদী থেকে উত্তোলন করা বালু বুলডোজার দিয়ে বলিতা এলাকায় নদীর পাড়েই স্তুপ করে ব্যবসা করে আসছে একটি চক্র। সেখান থেকে ট্রাকে লোড দিয়ে বিক্রি করা হতো বালুগুলো। একদিকে লোড ট্রাকের চাপ, অন্যদিকে বালু থেকে পানি ঝরে নদীতে পড়ায় সিসি ব্লকের নিচের বালুগুলো সরে যায়। ফলে শুক্রবার ভোরের দিকে বিশাল অংশ নিয়ে সিসি ব্লকের নদীর পাড় ধসে পড়ে।

মিজানপুর ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান জানান, নদীর পাড় ধসের খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ওয়ার্কার্স পার্টির নেতা ও বরাট ইউপি চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম জানান, পদ্মা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে প্রতিদিন হাজার হাজার ফুট বালু অবৈধভাবে উত্তোলন করা হচ্ছে। ফলে ইতোমধ্যেই বরাট ইউনিয়নের কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এদিকে পদ্মা নদীর পাড় ধসের খবর পেয়েও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গৌরচন্দ্র সুত্রধর ঘটনাস্থলে না যাওয়ায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। তবে তিনি বিকেলে ঘটনাস্থলে যাবেন বলে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here