জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে পাখি মেলা অনুষ্ঠিত

0
0

প্রতি বছরের মতো এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশে পাখি মেলা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাস-সংলগ্ন জলাশয়ের সন্নিকটে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের।

বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে আয়োজিত এ পাখি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট পাখি বিশারদ ড.ইনাম আল হক ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্যা কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) কর্মকর্তা ড. হাসিব।প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনোয়ার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মডারেটর ছিলেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান।অধ্যাপক ড. আবুল খায়ের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, বন্যপ্রাণি, পশু-পাখি আমাদের পরিবেশ ও প্রকৃতিকে রক্ষা করে। পরিবেশের বান্ধব পশু-পাখিকে ভালোবাসতে হবে।দিনব্যাপী অনুষ্ঠিত পাখি মেলায় ছোটদের পাখি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বই-পোস্টার প্রদর্শনী, সংরক্ষিত বিভিন্ন প্রজাতির পাখি, পাখি দেখা, পাখি চেনার প্রতিযোগিতা, পাখি বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় আগত দর্শণার্থীগণ আজ ভোরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস-সংলগ্ন জলাশয়ে পাখি পর্যবেক্ষণ করেন।জাবি কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রকৃতির সঙ্গে মানুষের সংঘাত নিরন্তর। তার পরেও প্রকৃতির খুঁনিনাটি জানা প্রত্যেক মানুষের প্রয়োজন। কারণ প্রকৃতিই মানুষের জীবন ধারনের একমাত্র উপজীব্য বিষয়। তাই জীব বৈচিত্র্য ও প্রাক বৈচিত্র্য সম্পর্কে আমাদের যেমন সচেতন থাকতে হবে ঠিক শিশু-কিশোরদের মধ্যে সচেতনা বৃদ্ধি করতে হবে।এ সময় তিনি প্রকৃতি সংরক্ষণের জন্য আলাদা বাজেট ঘোষণা করবেন বলে জানান। একই সঙ্গে পাখি মেলার আয়োজককে ধন্যবাদ জানান।

পাখি মেলার দিনব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাখি বিষয়ক বার্ষিক প্রতিবেদক উপস্থাপন, টেলিস্কোপে শিশু কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা (পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী), আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা (অডিও-ভিডিও’র মাধ্যমে), পাখি বিষয়ক কুইজ প্রতিযোগিতা (সবার জন্য উন্মুক্ত)। সবশেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান।এবারের পাখি মেলায় নতুন পাখি শনাক্ত করায় তিনজনকে বিগবার্ড অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন, মিজানুর রহমান মিঠু, সালাহ উদ্দিন জাহিদ ও নাজমুল হুসাইন নিশাদ।মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মো. কামরুল হাসানবলেন, পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ প্রতি বছর এ মেলার আয়োজন করে থাকে।২০০১ সাল থেকে ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে পাখি মেলা হয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here