লালমনিরহাটের কালেক্টরেট মাঠে চলমান ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলায় লটারি বন্ধ করে দেওয়া হয়েছে। লাকি কুপন বিক্রির নামে জমজমাট জুয়া চলছে বলে স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে দৈনিক নওরোজ পত্রিকা ও শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল সময়ের পত্রিকায় খবরের শিরনাম হলে জেলা প্রশাসন মঙ্গলবার ওই নির্দেশ দেয়। এর প্রেহ্মিতে বুধবার কুপন বিক্রি ও লটারির ড্র অনুষ্ঠিত হয়নি।
জানা গেছে, লালমনিরহাট পৌরসভার উদ্যোগে গত ১৯ ডিসেম্বর শহরের কালেক্টরেট মাঠে মাসব্যাপী ওই ক্ষুদ্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়। যার উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। মেলা উপলক্ষে আয়োজন করা হয় ‘লাকি কুপন ড্র’। প্রতিটি কুপনের দাম ছিল ২০ টাকা। এই কুপন বিক্রির জন্য বিভিন্ন স্থানে ছিলো ভ্রাম্যমাণ বিক্রেতা । প্রতিদিন প্রায় ২০-২৫ লাখ টাকার টিকিট বিক্রি হতো। পুরস্কার হিসেবে প্রতিদিন ৫ থেকে ১০টি মোটরসাইকেল সহ ৪-৫ লাখ টাকার নিম্নমানের সামগ্রী দেওয়া হতো । তবে অভিযোগ উঠেছে, লটারির লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।
মঙ্গলবার জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়। ওই অভিযোগ পত্রে মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা স্বাক্ষর করেন। যার আলোকে দৈনিক নওরোজ পত্রিকা ও শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল সময়ের পত্রিকায় খবরের শিরনাম হয়। এতে বলা হয়, ওই মেলায় লাকি কুপনের নামে জুয়ার বাণিজ্য চলছে। পরে জেলা প্রশাসনের নির্দেশে পৌরসভা কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে ড্র অনুষ্ঠিত হওয়ার পর লটারির সমাপ্তি ঘোষণা করে।
মোঃ ইউনুস আলী, লালমনিরহাট প্রতিনিধি